Viral Video: নিজের আর পুতুলের তাপমাত্রা পরীক্ষা করাল এই শিশু, ভিডিয়ো দেখে স্তম্ভিত নেটপাড়া…
নেটিজেনরা একমত হয়েছেন ক্যাপশনের বার্তায়। তাদের প্রতিক্রিয়া দিয়ে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন। তাঁরা মেয়েটির লালন-পালনেরও প্রশংসা করেছেন এবং তাকে একজন দায়িত্বশীল নাগরিক বলে অভিহিত করেছেন।
কোভিড থেকে সুরক্ষার জন্য সঠিক সতর্কতা প্রয়োজন। যেমন মাস্ক পরা এবং সময়ে সময়ে আপনার হাত পরিষ্কার করা। জনসাধারণের নিরাপত্তার জন্য, বিভিন্ন পাবলিক প্লেসে তাপমাত্রা পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু, কখনও কখনও, রক্ষীরা ভিড়ের কারণে কিছু লোককে উপেক্ষা করে যান। প্যান্ডেমিক প্রোটোকল অনুসরণ করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলি করা আমাদের নৈতিক দায়িত্ব। আর সেটা আমাদের ফের মনে করিয়ে দিল এই ছোট্ট মেয়েটি।
ভিডিয়োটি দেখুন:
A responsible citizen should be like this. @hvgoenka pic.twitter.com/7phGPk4rfm
— Dinesh Joshi (@officeofdnj) November 3, 2021
একটি ভিডিয়ো অনলাইনে ভাইরাল হয়েছে যাতে একটি মেয়ে নিরাপত্তারক্ষীর কাছে ফিরে যায় এবং তাপমাত্রা পরীক্ষা করার জন্য জোর দেয়। সে তার হাতে একটি খেলনা নিয়ে যায়। বাচ্চা মেয়েটি থার্মোমিটার হাতে রাখা লোকটির কাছে চলে যায়। তাপমাত্রা চেক করার জন্য মেয়েটি তার দু’হাত বাড়িয়ে দিয়েছিল।
এমনকি নিজেকে পরীক্ষা করার পরেও মেয়েটি সন্তুষ্ট ছিল না। সে তার খেলনাটাও তাপমাত্রা পরীক্ষার জন্য বাড়িয়ে দিয়েছিল। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘একজন দায়িত্বশীল নাগরিকের এমন হওয়া উচিত।’ ভিডিয়োটি টুইটারে আপলোড করেছেন দিনেশ যোশি নামের এক ইউজার।
Credit to the nation She belongs to and their parents. Precaution measures, responsibility deeply engraved at such tender age.
— Kundan sinha (@Sinha007Kundan) November 5, 2021
নেটিজেনরা একমত হয়েছেন ক্যাপশনের বার্তায়। তাদের প্রতিক্রিয়া দিয়ে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন। তাঁরা মেয়েটির লালন-পালনেরও প্রশংসা করেছেন এবং তাকে একজন দায়িত্বশীল নাগরিক বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন: Viral Video: নিজের মাকে কনের সাজে দেখে বাচ্চা মেয়ে কী এমন মন্তব্য করল যে ইন্টারনেটে শোরগোল পড়ে গেল?