Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: শুধু জগন্নাথ মন্দির নয়, এবার দিঘায় গেলে পাবেন অন্য আরও আকর্ষণ

Digha: ২৮ শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রয়েছে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য। তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি। তবে শুধু জগন্নাথ মন্দির নয়, দিঘার মেরিন ড্রাইভের রাস্তা থেকে যদি আসেন তাহলে এই কালী মন্দির অসাধারণ লাগবে দেখতে।

Digha: শুধু জগন্নাথ মন্দির নয়, এবার দিঘায় গেলে পাবেন অন্য আরও আকর্ষণ
দিঘাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2025 | 10:24 AM

দিঘা: আলো শব্দের খেলা, সঙ্গে ফোয়ারা। মন্দিরের ঘণ্টার ধ্বনি। দিঘা মেরিন ড্রাইভের পাশে মা নায়কালী মন্দিরে যদি আসেন, তাহলে আপনার মন জয় করবেই। ২৮শে এপ্রিল রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। তার ঠিক আগেই  দিঘা  শঙ্করপুরের কাছেই গড়ে ওঠা মা নায়কালির মন্দির সাজাতে ব্যস্ত প্রশাসন।

মন্দিরের ইতিহাস

তিনশো বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা লোককথা ও বিশ্বাস ঘোরাফেরা করে।কথিত আছে, দেবী যখন এখানে আর্বিভূত হন, তখন এলাকায় জঙ্গল ছিল। জঙ্গল এতটাই গভীর ছিল যে সূর্যের আলোও প্রবেশ করতে পারত না। বাঘ-ভল্লুকের মতো ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলে অবাধ বিচরণ করত। সেই সময় একটি তেঁতুলগাছের কোঠর থেকে কালীর আর্বিভাব হয়। মন্দিরের সেবাইতরা সেই কোঠর থেকে দেবীকে দেখতে পান। তারপর তাঁরা একচালা ঘরে পুজো শুরু করেন। এরপর থেকেই মা নয়নকালীর কথা ধীরে-ধীরে লোকমুখে ছড়িয়ে পড়ে। শুরু হয় জাগ্রত দেবীর পুজো।

তিনশো বছরের এই পুজো দেখতে ভিড় কিন্তু কম হয় না। তবে পর্যটকদের মধ্যে ততধিকও জনপ্রিয় ছিল না এই কালীমন্দির। কিন্তু এবার এই কালী মন্দিরের মাহত্ম তুলে ধরে ধরতে সচেষ্ট প্রশাসন। ঠিক যেমন দেশ-বিদেশের পর্যটন কেন্দ্রে থ্রিডি প্রজেকশন ম্যাপিং করা হয়, তেমনই এবার থেকে এখানেও সেই প্রদর্শনী চালু হচ্ছে। এছাড়াও উদ্যোগ নেওয়া হয়েছ আরও অনেক কিছুর। ফলত, এই মন্দিরকে কেন্দ্র করে ধীরে-ধীরে পর্যটক দিঘায় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।