BJP Group Clash Chaos: ‘বৈঠকে ডাকা হয়নি’, আদি বনাম নব্য বিজেপি কর্মীদের গোষ্ঠী সংঘর্ষে তুলকালাম নন্দকুমার
Purba Medinipur: অভিযোগ, নন্দকুমার মণ্ডলের অধীনে আদি বিজেপি নেতা কর্মীদের সেই বৈঠকে ডাকা হয়নি।
নন্দকুমার (পূর্ব মেদিনীপুর): এবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী (BJP Clash) কোন্দল। জেলার আদি বিজেপি কর্মী বনাম নব্য কর্মীদের মধ্যে বাধে গণ্ডগোল। পুরোনো কর্মীদের না জানিয়ে গেস্ট হাউসে নতুন কর্মীদের নিয়ে বৈঠক করার অভিযোগ নব্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। ফলে উত্তেজনা ছড়াল নন্দকুমার বিধানসভা এলাকায়।
পূর্ব মেদিনীপুরে নন্দকুমার বিধানসভা এলাকার ঘটনা। জানা গিয়েছে, কৃষ্ণকানু বেরা নামে এক বিজেপি কর্মীকে দিয়ে ভয়েস ম্যাসেজের মাধ্যমে নন্দকুমার বাজার সংলগ্ন একটি গেস্ট হাউসে বিশেষ বৈঠক ডাকা হয়। অভিযোগ, নন্দকুমার মণ্ডলের অধীনে আদি বিজেপি নেতা কর্মীদের সেই বৈঠকে ডাকা হয়নি। এবার বুধবার সেই বৈঠক চলাকালীন আদি কর্মীরা ঠিক কী কারণে সেখানে আমন্ত্রণ পাননি সেই বিষয়ে জানতে চাওয়া হয়। অভিযোগ, মিটিং চলাকালীন সেখানেই তাঁদের ওপর চড়াও হয় নব্য বিজেপি নেতা কর্মীরা। একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। শুধু বচসাই নয়, চলে ধস্তাধস্তি। প্রবল উত্তেজনা তৈরি হয় দু’পক্ষের মধ্যে। সঙ্গে চলে ঠেলাঠেলি।
যদিও বিষয়টি নিয়ে জেলা নেতৃত্ব মুখে কুলুপ এঁটেছে। অন্যদিকে গোটা বিষয়ে তমলুক সাংগাঠনিক জেলার সভাপতি সংবাদ মাধ্যমে মুখ খোলেননি। এদিকে, তৃণমূলের এই ঘটনা সম্পর্কে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, গতকাল জেলা থেকে উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবরও। কাঁথি-মেদিনীপুর রাজ্য সড়কের উপর তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্য তপন জানার একটি হোটেলকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত হয়। গ্রামবাসীদের অভিযোগ, ওই হোটেলের আড়ালে নাকি চলে চোলাই মদ ও মধুচক্রের ব্যবসা। বারবার বলেও যখন সমস্যার সুরাহা হচ্ছিল না, তখন লাগাতার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে চাপের মুখে পড়ে ব্যবসা বন্ধ হয়। এলাকাবাসীদের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে নিজের হোটেলেই আগুন লাগিয়ে দেন তৃণমূল নেতা। আর এরপর গ্রামবাসীদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন বলেও দাবি করেন তাঁরা। এরপরই প্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন্দল।