Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: ছুটি নিয়েছেন শিক্ষক, অথচ খাতায় ‘উপস্থিত’, ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

Purba Medinipur: বেশ কিছুদিন ধরেই অভিভাবকরা প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত সৎপতি-সহ তিনজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়মিত স্কুলে আসা-সহ একাধিক অভিযোগ তুলছিলেন। এরপর এদিন স্কুলে এসে প্রধান শিক্ষকের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই স্কুলে পঠনপাঠন ঠিক হচ্ছে না।

Nandigram: ছুটি নিয়েছেন শিক্ষক, অথচ খাতায় 'উপস্থিত', ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা
শিক্ষকদের ঘিরে বিক্ষোভ।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2024 | 9:23 PM

পূর্ব মেদিনীপুর: স্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ অভিভাবকদের। নন্দীগ্রাম-১ ব্লকের একটি স্কুলে এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাঁদের দাবি, স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় না। শিক্ষকরা নিয়ম করে স্কুলে আসেন না। উল্টে এক কথা বললে অন্য কথায় জবাব দেন। এরপরই এদিন তুমুল অশান্তি হয় বাড় জামতলা নতুন প্রাথমিক বিদ্যালয়ে।

বেশ কিছুদিন ধরেই অভিভাবকরা প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত সৎপতি-সহ তিনজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়মিত স্কুলে আসা-সহ একাধিক অভিযোগ তুলছিলেন। এরপর এদিন স্কুলে এসে প্রধান শিক্ষকের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই স্কুলে পঠনপাঠন ঠিক হচ্ছে না।

অনিয়মিতভাবে স্কুলে আসছেন শিক্ষকরা, মিড ডে মিলের খাওয়া দাওয়া ঠিকঠাক দিচ্ছে না স্কুলে। এক অভিভাবকের কথায়, “আমার মেয়ে এখানে পড়ে। কয়েকদিন ধরে পড়াশোনা একেবারে যা তা হচ্ছে। শিক্ষকদের আসার ঠিক নেই। যখন খুশি আসেন। জানিয়েও সুরাহা হয়নি। উল্টে শিক্ষক আসেন না, অথচ স্কুলের খাতায় উপস্থিত উনি। আমরা এ নিয়ে প্রধান শিক্ষককে বলি। আমরা পঞ্চায়েত প্রধানকে জানাই। তখন উনি বলছেন এসআই ছাড়া কাউকে দেখাব না। এরপরই আমরা বলি প্রধান শিক্ষক-সহ শিক্ষকদের ঘিরে রাখব, ছাড়ব না।” যদিও এক শিক্ষক বলেন, “আমি সই করেছি। এতে হেডস্যরের কোনও দোষ নেই। আমার ভুল হয়েছে।”