Nandigram: নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়! সমবায়ের ভোটে একাই মাঠ কাঁপাল গেরুয়াপন্থীরা

Kanishka Maity | Edited By: Soumya Saha

Jun 23, 2024 | 6:09 PM

Co-operative Election: রবিবার নন্দীগ্রামের হরিপুরে প্রিয়া নগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোট ছিল। মোট ১২টি আসনে লড়াই। তার মধ্যে ১১টিতেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা। শাসক দল তৃণমূল সমর্থিত প্যানেলকে সন্তুষ্ট থাকতে হচ্ছে মাত্র একটি আসন নিয়েই।

Nandigram: নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়! সমবায়ের ভোটে একাই মাঠ কাঁপাল গেরুয়াপন্থীরা
নন্দীগ্রামে গেরুয়া ঝড়
Image Credit source: TV9 Bangla

Follow Us

নন্দীগ্রাম: লোকসভা ভোটে তমলুক, কাঁথি দুই জায়গাতেই উড়েছে গেরুয়া আবির। আর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় ফের গেরুয়া ঝড়। শাসক গোষ্ঠীকে পরাস্ত করে সমবায়ের ভোটে একতরফা জয় গেরুয়া শিবিরের। রবিবার নন্দীগ্রামের হরিপুরে প্রিয়া নগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোট ছিল। মোট ১২টি আসনে লড়াই। তার মধ্যে ১১টিতেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা। শাসক দল তৃণমূল সমর্থিত প্যানেলকে সন্তুষ্ট থাকতে হচ্ছে মাত্র একটি আসন নিয়েই।

লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপির আসন কমলেও, পূর্ব মেদিনীপুরের দুই আসনেই জয় পেয়েছে পদ্ম শিবির। তারপর এদিনের সমবায় ভোটে কী ফল হয়, সেদিকে নজর ছিল জেলার রাজনৈতিক মহলের। তার উপর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের মধ্যেই এই সমবায়, যা রবিবাসরীয় এই সমবায় ভোট ঘিরে চর্চা আরও বাড়িয়েছে। ১২ আসনের এই প্রিয়া নগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে এই প্রথম বার পরিচালন সমিতির নির্বাচন হল। আর প্রথম বারেই ব্যাপক জয় গেরুয়া সমর্থিত প্যানেলের। কোনওক্রমে একটি আসনে খাতা খুলেছে তৃণমূল সমর্থিত প্যানেল।

প্রসঙ্গত, সমবায় সমিতির ভোটগুলিতে কোনও রাজনৈতিক দল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে না। অর্থাৎ, রাজনৈতিক দলগুলির প্রতীকে এখানে কোনও ভোট হয় না। তবে প্রত্যেক রাজনৈতিক দলেরই সমর্থিত প্যানেল থাকে সমবায় ভোটগুলির জন্য। রাজনৈতিক কারবারিদের একাংশের মতে, এই সমবায় ভোটগুলি থেকে অনেক ক্ষেত্রেই এলাকায় রাজনীতির হাওয়া কোন দিকে, তার একটি আভাস পাওয়া যায়।

Next Article