Purbo Medinipur: হলদিয়ায় সমবায় নির্বাচনে উড়ল গেরুয়া আবির
Purbo Medinipur: রবিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল। যার মোট আসন ৪৬টি। যেখানে ২৬টি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা এবং তৃণমূল পেয়েছে ২০ টি।

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামের পর এবার হলদিয়ায় সমবায় নির্বাচনে বিপুল আসনে জয়লাভ বিজেপির। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল। যার মোট আসন ৪৬টি। যেখানে ২৬টি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা এবং তৃণমূল পেয়েছে ২০ টি। রবিবার সকাল থেকে কড়া পুলিশি পাহারায় মহিষাদল বিধানসভার তিনটি নির্বাচন কেন্দ্র বসানচক,সাপুয়া ও হাদিয়া কৃষি সমবায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সমবায়ের মোট ভোটার ২০৮৮। ফল বেরনোর পর বিজেপি ও তৃণমূল উভয়েই আবির মেখে উল্লাসে মেতে ওঠে।
তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সোমনাথ ভুঁইয়া বলেন,” হিন্দুরা জেগে উঠেছে। তাই আমরা গতকাল নন্দীগ্রামে বিপুল আসনে জয় পেয়েছি। আজ হলদিয়ায় সমবায় নির্বাচনে জয় পেলাম।আগামী দিনে পশ্চিম বাংলাতেও হিন্দুরা জেগে উঠে ছাব্বিশের নির্বাচনে রাজ্যে বিপুল আসন আমাদের দখলে আসবে।”
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূলের সদস্য তথা তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভবতোষ পাত্র বলেন, “মহিষাদল বিধানসভার বসানচক,সাঁপুয়া ও হাদিয়া বিজেপির শক্ত ঘাঁটি। সেই জায়গায় আমাদের ২০ জন প্রার্থী জয়লাভ করেছে। কেউ ৩ টে আবার কেউ ৫ টা ভোটে পরাজিত হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আমাদের ভোট বাড়বে।”

