Purbo Medinipur: মুখে কাপড় বেঁধে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে রাতে ‘হুমকি’
Purbo Medinipur: বিজেপির অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পরে লাগাতার হুমকি দিচ্ছে তৃণমূলের বাহিনী। বিজেপি কর্মীদের দোকান, বাড়িঘর, লুঠপাট, চাষ করতে না দেওয়ার অভিযোগ করে বিজেপি। এগরা থানার আই সি অরুন খাঁ কাছে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি বিজেপির।

পূর্ব মেদিনীপুর: রাতের অন্ধকারে মুখে কাপড় বেঁধে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বাথুয়াড়ি অঞ্চলের অস্থিচকে। শনিবার এগরা থানায় লিখিত অভিযোগ জানানো হল বিজেপি নেতৃত্ব পক্ষে।
বিজেপির অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পরে লাগাতার হুমকি দিচ্ছে তৃণমূলের বাহিনী। বিজেপি কর্মীদের দোকান, বাড়িঘর, লুঠপাট, চাষ করতে না দেওয়ার অভিযোগ করে বিজেপি। এগরা থানার আই সি অরুন খাঁ কাছে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি বিজেপির। ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ক্যাম্প রাখার আবেদন ও জানানো হয়।
যদিও শাসকদল তৃণমূলের পক্ষে জেলা সভাধিপতি উত্তম বারিক বলেন, দলের কেউ যুক্ত থাকলেও পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের একাধিক প্রান্ত থেকে হিংসার অভিযোগ উঠছে। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই আক্রান্ত নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে এসেছিলেন। কিন্তু সেখানে তাঁরা পুলিশি বাধার মুখে পড়েন। তা নিয়েও কম জলঘোলা হয়নি।





