AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purbo Medinipur: দোকানের ভিতর ঢুকে গেল বাস, চালক লুটিয়ে পড়লেন স্টিয়ারিংয়ের ওপর

Purbo Medinipur: স্থানীয় সূত্রে দাবি বাসের চালক হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তার ফলেই এমন বিপত্তি। যদিও এই ঘটনায় কোন যাত্রী আহত হননি। ফুটপাতের পাশে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হলেও মানুষজনের কোন আঘাত লাগেনি।

Purbo Medinipur: দোকানের ভিতর ঢুকে গেল বাস, চালক লুটিয়ে পড়লেন স্টিয়ারিংয়ের ওপর
দোকানে ঢুকে গেল বাসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 20, 2024 | 12:21 PM
Share

 পূর্ব মেদিনীপুর:  বাসের গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল। কিন্তু আচমকাই টাল খেতে থাকে বাস। ডান বায়ে টাল খেতে খেতে এগোতে থাকে বাস। যাত্রীরা তখনও বোঝেননি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাস সোজা ঢুকে গেল দোকানে। আর তারপরই স্টিয়ারিংয়ের ওপর মাথা এলিয়ে ঝুঁকে পড়েন চালক। রামনগর বাজারে অসুস্থ বাস ড্রাইভার! বাস গিয়ে ঢুকে গেল দোকানের মধ্যে। পূর্ব মেদিনীপুরের রামনগর বাসস্ট্যান্ড সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।

রামনগর দীঘা বাসস্ট্যান্ডে দীঘা মেদিনীপুর বাস হঠাৎ করেই দোকানের মধ্যে ঢুকে পড়ে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রামনগর বাসস্ট্যান্ডে। মেদিনীপুর থেকে বাসটি দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। রামনগর বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর দীঘার দিকে যাওয়ার সময় রামনগর স্ট্যান্ডের মিষ্টি দোকানের পাশেই হঠাৎ করেই টার্নিং নিয়ে ঢুকে পড়ে দোকানের মধ্যে।

স্থানীয় সূত্রে দাবি বাসের চালক হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তার ফলেই এমন বিপত্তি। যদিও এই ঘটনায় কোন যাত্রী আহত হননি। ফুটপাতের পাশে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হলেও মানুষজনের কোন আঘাত লাগেনি। বাসের যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। তীব্র গরমে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে বলে খবর। এই ঘটনাই রীতিমতো যানজট সৃষ্টি হয় রামনগর বাসস্ট্যান্ডে।

রামনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যানজট মুক্ত করে রামনগর বাস স্ট্যান্ডকে। সন্ধ্যায় রামনগরে অনেকটাই ভিড় ছিল। যদিও এই ঘটনায় কোনও দুর্ঘটনা ঘটেনি বা কেউ আহত হয়নি। তবুও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রামনগর স্ট্যান্ডে এগরা দিক থেকে আসা মেদিনীপুর দীঘা বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা দুটি বাইকে ধাক্কা মারে পরে আস্তে আস্তে ডান দিকে বাঁক নিয়ে ফলের দোকানে ঢুকে যায়। কয়েকটি দোকানের জিনিসপত্র ক্ষতি হয়েছে। রামনগর থানার পুলিশ এসে বাসটিকে থানায় নিয়ে যায়।