Ration materials: রেশন দ্রব্য ঘুরপথে চোরাকারবারীদের হাতে! বিডিও আসার আগেই চম্পট দুষ্কৃতীদের

Purba Medinipur: আজ সকাল ৯ টা নাগাদ বেশ কিছু চোরাকারবারি ছোট গাড়িতে করে রেশনের সামগ্রী নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল।

Ration materials: রেশন দ্রব্য ঘুরপথে চোরাকারবারীদের হাতে! বিডিও আসার আগেই চম্পট দুষ্কৃতীদের
কালোবাজারির উদ্দেশ্য রেশন সামগ্রী (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2021 | 2:08 PM

পূর্ব মেদিনীপুর: রাজ্য সরকারের দেওয়া রেশন সামগ্রী ঘুরপথে পৌঁছছে চোরাকারবারীদের হাতে। এরপর সেই সামগ্রী বিক্রি করতে যাওয়ার সময়ই বিডিও ও খাদ্য কর্মাধক্ষের কাছে ধরা পড়ে যায় অভিযুক্তরা। কিন্তু হাতেনাতে পাকড়াও করার আগেই চম্পট দেয় তারা। তবে সরকারি সামগ্রী কীভাবে চোরাকারবারীদের হাতে চলে যাচ্ছে উঠছে প্রশ্ন।

তমলুকের বললুক এক নম্বর অঞ্চল। আজ সকাল ৯ টা নাগাদ বেশ কিছু চোরাকারবারি ছোট গাড়িতে করে রেশনের সামগ্রী নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় শহীদ মাতঙ্গিনী ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ জয়দেব বর্মণসহ এলাকার বেশ কিছু মানুষ তাদের পথ আটকায় । খবর দেওয়া হয় স্থানীয় বিডিওকে। কিন্তু বিডিও ঘটনাস্থলে পৌঁছনোর আগেই চোরাকারবারিরা খাদ্য কর্মদক্ষ সহ এলাকার মানুষের কাছ থেকে কার্যত জোর করে সেই মাল ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

সূত্রের খবর,মোট দু’টো গাড়ি ছিল তাঁদের সঙ্গে। একটি পিকআপ ভ্যান আর একটি হল ছোট গাড়ি। স্থানীয় অঞ্চল প্রধান শরৎ মেটা ও খাদ্য কর্মাধ্যক্ষের বক্তব্য, চোরাকারবারিরা রেশনের সামগ্রী যখন পাচার করছিল তখন তারা গাড়ি আটকায়। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের সামনে তাদের নিয়ে আসে। আমরা এলাকায় এসে দেখি সত্যিই এইগুলি হল রেশন সামগ্রী। সঙ্গে-সঙ্গে আমরা খবর দিই বিডিওকে। কিন্তু বিডিও আসার আগেই জোর করে পালিয়ে যায় তারা। তবে, ওই চোরাকারবারীদের বক্তব্য তারা গ্রামে-গ্রামে গিয়ে এই সব সামগ্রী সংগ্রহ করে ও বিক্রি করে। কিন্তু আমরা নিশ্চিত এই সামগ্রীগুলি রেশনের। পরে এই নিয়ে উত্তেজনাও তৈরি হয়।

এ বিষয়ে কিছু বলতে নারাজ শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও অমিত কুমার গায়েন। রেশনের সামগ্রী দুর্নীতিতে যেমন ডিলারদেরও হাত রয়েছে তেমনি হাত রয়েছে লোকাল তৃণমূল নেতৃত্বেরও কটাক্ষ বিজেপির।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি নতুন নয়। জেলায়-জেলায় নিত্য নতুন এই ঘটনা ঘটেই চলে। কয়েকদিন আগে সাপ ধরতে গিয়ে রেশন দুর্নীতি ধরে ফেললেন এক সেচ্ছাসেবী। দুয়ারে রেশন ক্যাম্পের রেশন সামগ্রী সেই ক্যাম্পে এসেই কিনে নিয়ে যাচ্ছেন রেশন ডিলার। গৃহস্থের বাড়ি থেকে সাপ উদ্ধার করতে গিয়ে ফাঁস করলেন সেই দুর্নীতি-র দৃশ্য। নিজের মোবাই ল ফোনে পুরো ঘটনা ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিলেন সোশ্যাল মিডিয়া। কিছুক্ষণের মধ্যে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। আর তা নিয়ে তুমুল হইইচই জলপাইগুড়ির রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।

আরও পড়ুন: BSF: চুপি-চুপি কাঁটাতার পেরনোই কাল, সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার বাংলাদেশের দাগি অপরাধী