রামনগর: তিলোত্তমার ঘটনায় প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। মিছিল-মিটিং চলছে লাগাতার। রবিবার বাদ গেল না। পূর্ব মেদিনীপুরের রামনগরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বঙ্গের নারী নিরাপত্তা নিয়ে তুললেন প্রশ্ন। এমনকী এও বললেন, আরজি করের ঘটনায় সিবিআই-এর জমা দেওয়া রিপোর্টে কী আছে তা নিয়ে স্তম্ভিত খোদ প্রধান বিচারপতিও। বিরোধী দলনেতা এও দাবি করলেন, তিলোত্তমাকে ধর্ষণ করা হয়েছে একজায়গায়। আর তারপর তাঁর দেহ সরিয়ে ফেলা হয়েছে অন্য স্থানে।
এ দিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, “উত্তর প্রদেশে একটা ঘটনা সামনে এলে যোগীজী কী করেন দেখতে পাচ্ছেন। অসমে ঘটেছিল এমন ঘটনা। পুকুরে চুবিয়ে-চুবিয়ে জল খাইয়েছে পুলিশ। মহারাষ্ট্রে আমাদের সরকার। বদলাপুরে রাম নাম সত্য করে দেওয়া হয়েছে ধর্ষকের। আর একটা অদ্ভুত রাজ্যে আমরা বাস করি যেখানে সরকারি হাসপাতালে ৩৬ ঘণ্টা ডিউটির পর ডাক্তার বোনকে রক্ষকের হাতে ধর্ষক হতে হয়।”
এমনকী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। বলেন, “কী অদ্ভুত! এই ঘটনায় গ্রেফতার সিভিক ভলান্টিয়র। তার সঙ্গে একই জেলে বন্দি টালা থানার ওসি আর সন্দীপ ঘোষ। ভাবতে পারেন আপনি আক্রান্ত হলে কোথায় যাবেন? থানায় তো? অথচ দেখুন থানার ওসিও জেলে। আরজি করের প্রাক্তন মালিকও জেলে। এ ভূ-ভারতে কোথাও নেই।”
এরপরই শুভেন্দুর দাবি করে বলেন,”সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলছে, সিবিআই রিপোর্ট পড়া পর আমরা ডিস্টার্ব। তার মানে রিপোর্টে কী আছে ভাবুন।” পরক্ষণেই বিরোধী দলনেতার দাবি, “আমি বিরোধী দলনেতা। আমি বলছি একটা ঘরে অত্যাচার করেছে। অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে। এমনকী জামা কাপড় বদলেছে। রক্তের স্যাম্পেল বদলেছে। সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আছেন?”