AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ৩০ লাখ সরকারি চাকরি, ৪৫০ টাকায় গ্যাস, ঢালাও প্রতিশ্রুতি শুভেন্দুর গলায়

Suvendu Adhikari: বাংলায় বিজেপি ক্ষমতায় এলে, প্রথমেই কী কী করা হবে, জানিয়ে দিলেন শুভেন্দু। বিশাল কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন তিনি। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে, ৩০ লাখ কর্মসংস্থানের আশ্বাস দিলেন শুভেন্দু। বললেন, 'প্রথমেই ৩০ লাখ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা পূরণ করব। যে ৬ লাখ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে, তা পুনর্জীবিত করব।'

Suvendu Adhikari: ৩০ লাখ সরকারি চাকরি, ৪৫০ টাকায় গ্যাস, ঢালাও প্রতিশ্রুতি শুভেন্দুর গলায়
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 29, 2023 | 7:25 PM
Share

কাঁথি: লোকসভার দামামা বেজে গিয়েছে বাংলায়। বছর ঘুরলেই ভোট। লোকসভা ভোটের মুখে এবার বাংলার জন্য ঢালাও প্রতিশ্রুতি দিয়ে রাখলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা নির্বাচনে উল্কাগতির উত্থান হয়েছে বিজেপির। প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে গেরুয়া শিবির। তবে বঙ্গ-জয় হয়নি। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে, প্রথমেই কী কী করা হবে, জানিয়ে দিলেন শুভেন্দু। বিশাল কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন তিনি। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে, ৩০ লাখ কর্মসংস্থানের আশ্বাস দিলেন শুভেন্দু। বললেন, ‘প্রথমেই ৩০ লাখ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা পূরণ করব। যে ৬ লাখ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে, তা পুনর্জীবিত করব।’

শুধু তাই নয়, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজস্থানের মতো এ রাজ্যেও ৪৫০ টাকায় রান্নার গ্যাস দেওয়া হবে বলে আশ্বাস শুভেন্দুর। বললেন, ‘রাজস্থানের মতো আমরাও ৪৫০ টাকায় গ্যাস দেব।’ প্রসঙ্গত, উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাসের যে উপভোক্তারা রয়েছেন, তাঁদের রাজস্থান সরকার ৪৫০ টাকায় সিলিন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজস্থানের বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল, কম দামে রান্নার গ্যাস। নতুন সরকার গঠনের পরই তা পূরণ করেছে রাজস্থানে বিজেপি শাসিত সরকার। বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার হলে, একইভাবে ৪৫০ টাকায় রান্নার গ্যাস মিলবে বলে প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা।

মধ্যপ্রদেশের ভোটের আসরে শিবরাজ সিং চৌহানের ‘লাডলি বহেনা’ সুপার হিট হয়েছে। এই প্রকল্পটি হল মহিলাদের জন্য একটি সামাজিক সুরক্ষা স্কিম। শুভেন্দুর আশ্বাস, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এখানেও লাডলি বহেনা প্রকল্প চালু হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে মমতার সরকারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালাচ্ছে, যা লাডলি বহেনা প্রকল্পেরই অনুরূপ।

এদিকে পাল্টা দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। তাঁরও বক্তব্য়, “দেশে তো বিজেপি রয়েছে ক্ষমতায়। তাহলে বাংলা-সহ সব রাজ্যে ৪৫০ টাকায় রান্নার গ্যাস করে দিক। কে বারণ করেছে? এটা তো দেশের ভোট। এটার সঙ্গে তো বাংলার সরকারের সম্পর্ক নেই। এটা তো দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা।”