Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: কোন আইনে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে পুলিশ মোতায়েন? ডিজিপির কাছে জানতে চাইলেন শুভেন্দু

Suvendu Adhikari: শুভেন্দুর দাবি, তৃণমূলের এই প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে 'পাবলিক ইনটারেস্টের' কোনও যোগ নেই। তাহলে কোন আইনে বা কোন নিয়মে সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে? এই পুলিশ বাহিনী যে জনগণের সরকারি টাকায় গঠিত, সেই কথাও চিঠিতে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

Suvendu Adhikari: কোন আইনে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে পুলিশ মোতায়েন? ডিজিপির কাছে জানতে চাইলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 7:38 PM

পূর্ব মেদিনীপুর: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থী বাছাই প্রক্রিয়ায় পুলিশি ব্যবস্থাপনা নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে এই নিয়ে একটি দুই পাতার চিঠিও লিখেছেন তিনি। চিঠিতে শুভেন্দুর দাবি, তৃণমূলের এই প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে ‘পাবলিক ইনটারেস্টের’ কোনও যোগ নেই। তাহলে কোন আইনে বা কোন নিয়মে সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে? এই পুলিশ বাহিনী যে জনগণের সরকারি টাকায় গঠিত, সেই কথাও চিঠিতে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। ডিজিপিকে পাঠানো ওই চিঠিতে শুভেন্দু অনুরোধ করেছেন, যদি এমন কোনও আইন বা নিয়ম থাকে, তাহলে তা যেন ডিজিপির অফিস থেকে তাঁকে জানানো হয়।

গতকালই অবশ্য এই বিষয়ে মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর ১০০তম মন কি বাত অনুষ্ঠান শেষ করে বেরিয়ে নন্দীগ্রামের বিধায়ক ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বলেছিলেন, ‘ডিজিপিকে চিঠি দেব। জানতে চাইব, তৃণমূল কংগ্রেসের পার্টির ভোটের জন্য যে পুলিশ মোতায়েন করেছেন, তাতে কত টাকা ট্রেজারিতে তৃণমূল দিয়েছে।’ যদিও শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে পাল্টা দিয়েছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরিও। তাঁর বক্তব্য, ‘একটা ব্যাপক কর্মসূচি চলছে। যাতে কোথাও কোনও অঘটন না ঘটে, তার জন্যই এই ব্যবস্থাপনা।’ অতীতে আসানসোলে কম্বল বিতরণের ঘটনার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন অখিল গিরি। তাঁর ব্যাখ্যা, ‘মানুষের নিরাপত্তার জন্য এত পুলিশের ব্যবস্থা করা হয়েছে। এটা সরকারের দায়িত্ব। মানুষের নিরাপত্তা রাজ্য সরকারের দায়িত্ব।’

উল্লেখ্য, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু হওয়ার পর জেলায় জেলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেই প্রার্থী বাছাই প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে হয় এবং কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে তৎপর পুলিশ প্রশাসনও। আর এই নিয়েই এবার সরব হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। কোন আইনে তৃণমূলের প্রার্থী বাছাই পর্বে পুলিশ মোতায়ন করা হয়েছে, তা জানতে চেয়েছেন শুভেন্দু।