AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tajpur: তাজপুরকাণ্ডে ইস্তফা দিতে হয়েছে মন্ত্রীকেও, এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন ওঁরা

Tajpur: সোমবার পদত্যাগ করেন মন্ত্রী অখিল গিরি। আবার মঙ্গলবার এলাকার এস সি মহিলারা দোকানদার বিক্ষোভ মিছিল করে ক্ষুব্ধ বন আধিকারিকের শাস্তি চাই দাবি তোলে।

Tajpur: তাজপুরকাণ্ডে ইস্তফা দিতে হয়েছে মন্ত্রীকেও, এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন ওঁরা
তাজপুরে নতুন বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 09, 2024 | 7:36 PM
Share

পূর্ব মেদিনীপুর: আবারও অশান্ত হল রামনগরের তাজপুর। গত শনিবার অস্থায়ী কাঠামো বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ও উত্তাল হয়ে ওঠে মন্দারমনি থানার তাজপুর সমুদ্র সৈকত-সহ এলাকা। বন দফতরের জায়গা দখলের অভিযোগ ওঠে। সেই ঘটনার জেরে রীতিমতো রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরিকে মুখ্যমন্ত্রী দ্বারা ভর্ৎসনা করে পদত্যাগ করতে বলা হয়। তিনি পদত্যাগও করেন। তাতেও যেন কোনওভাবেই ভাটা পড়ছেন তাজপুর এলাকায়।

সোমবার পদত্যাগ করেন মন্ত্রী অখিল গিরি। আবার মঙ্গলবার এলাকার এস সি মহিলারা দোকানদার বিক্ষোভ মিছিল করে ক্ষুব্ধ বন আধিকারিকের শাস্তি চাই দাবি তোলে। তার পরই বন দফতরের পক্ষে মন্দারমনি থানায় লিখিতভাবে অভিযোগ করা হয় ২০জন এলাকাবাসীর নামে। আর তাই সমগ্ৰ ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসে মহিলারা।

এদিকে, আবার ৩ অগস্টের ঘটনায় অর্থাৎ বন দফতরের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় ২০ জন অবৈধ দোকানির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাজপুরে জলধা সৈকতের বেরাখানা মৌজায় বন দফতরের সীমানায় কাঁটাতারের বেড়া দিতে বাধা এবং জায়গা দখলের চেষ্টা হয়েছে। এই অভিযোগে মন্দারমণি কোস্টাল থানায় অভিযোগ জানিয়েছেন শঙ্করপুরের বিট অফিসার কৌশিক সিং সর্দার। পুলিশ সূত্রে খবর, তার ভিত্তিতে আইপিসি ২২১, ২২৩, ৩৫১ (২) ও ৩(৫) ধারায় মামলা শুরু করেছে পুলিশ। স্থানীয় জলধা, চাঁদপুর, কানপুর ও টেংরামারির বাসিন্দা অভিযুক্ত ২০ জনের নাম জানিয়েছে পুলিশ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)