Seikh Sufiyan on Suvendu Adhikari: ‘ওঁ দেশি ছেলে, দেশি নুন ব্যবহার করেন, আমরা টাটা নুন দেব’
Nandigram: ভোট পরবর্তী হিংসা তদন্তে বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনে একের পর এক তৃণমূল নেতাদের ডেকে পাঠায় সিবিআই। সেই তালিকায় নাম ছিল নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর নির্বাচনী মুখ্য এজেন্ট শেখ সুফিয়ানের
পূর্ব মেদিনীপুর: একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) এপিসেন্টার ছিল নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের বয়ালেই ২৭মার্চ প্রথম দফা নির্বাচনে তিন তৃণমূলকর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই হামলায় গুরুতর জখম হন মমতার এক সৈনিক রবীন মান্না। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসার সবরকম ব্যবস্থা করলেও জখম হওয়ার ১৪ দিন পর মৃত্যু হয় রবীনের। তাঁর মৃত্যু প্রসঙ্গ উল্লেখ করেই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান।
দলীয় একটি অনুষ্ঠানে এসে শেখ সুফিয়ান বলেন, “ওঁ তো দেশি ছেলে, তাই দেশি নুন ব্যবহার করে। আমরা টাটা নুন দেব। রবীন মান্না কেন খুন হল, তার জবাব তিনি দিতে পারবেন তো? যাঁরা একদিন তাঁকে দেবতার মতো ভক্তি করতেন, তাঁরাই অত্যাচারের শিকার। শুভেন্দুবাবু যে কত প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি তা আমি জানি। রবীন মান্নার খুনের তদন্ত হোক। তখন কে দেশি নুন দেয় আর কে টাটা নুন ভাল বোঝা যাবে!”
বস্তুত, রবীনের মৃত্যুতে কেবল শোক প্রকাশ করেননি তৃণমূল সুুপ্রিমো, তৃণমূল ক্ষমতায় সিআইডি এই ‘খুনের’ তদন্ত করবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। তারপর পরেই রবীন মান্নার মৃত্যুর তদন্তে নামে সিআইডি। গ্রেফতার হয় রাধাকান্ত দাস নামে এক বিজেপি কর্মী। সেই তদন্ত শেষ হয়নি।
অন্যদিকে, ভোট পরবর্তী হিংসা তদন্তে বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনে একের পর এক তৃণমূল নেতাদের ডেকে পাঠায় সিবিআই। সেই তালিকায় নাম ছিল নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর নির্বাচনী মুখ্য এজেন্ট শেখ সুফিয়ানের। একবার হাজিরা দিলেও তারপর পরপর তিনবার হাজিরা এড়িয়ে যান সুফিয়ান। দেবব্রত মাইতি খুনের ঘটনায় সুফিয়ানের জামাই-সহ আরও কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
সম্প্রতি কাঁথিতে দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু মন্তব্য করেছিলেন, “কোন জোঁকের মুখে কোন নুন দিতে হবে তা আমার জানা আছে। কোনটায় টাটা নুন আর কোনটায় দাদনপাত্র বাড়ের নুন, কখন কী ভাবে দিতে হবে, তা খুব ভাল করে জানা আছে।” এখানেই শেষ নয়, বেশ কিছুদিন আগে নন্দীগ্রাম সোনাচূড়ায় দলীয় অনুষ্ঠানে গিয়েই সুফিয়ানের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন অধিকারী পুত্র। বলেছিলেন, “দেবব্রত মাইতি খুনের ঘটনায় ১১জন গুন্ডার নামের চার্জশিট দিয়েছে সিবিআই। আর কয়েকটা আছে তাও ফাঁকা হয়ে যাবে। জোঁকের মুখে কি করে দেশি নুন দিতে হয় তা আমি জানি! আমি ও বিষয়ে ওস্তাদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সোনাচূড়াই হারিয়েছে। কারণ লোক ঐক্যবদ্ধ হয়েছে। ” কার্যত, মেজো অধিকারীর সেই মন্তব্যের পাল্টা দিলেন সুফিয়ান এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।
আরও পড়ুন: Dilip Ghosh: ‘ব্যারাকপুরে বোম পড়লে, খুন হলেই অর্জুনের নাম ওঠে, ওঁর কি এজেন্সি আছে?’