TMC Clash: বছর শুরুতেও জারি জোড়াফুলের গোষ্ঠী কোন্দল, গুরুতর আহত ১

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 01, 2022 | 2:41 PM

Haldia: পতাকা উত্তোলন ঘিরে উত্তেজনা ছড়ায়।

TMC Clash: বছর শুরুতেও জারি জোড়াফুলের গোষ্ঠী কোন্দল, গুরুতর আহত ১
শাসকদলের ঝামেলায় আহত কর্মী (নিজস্ব ছবি)

Follow Us

হলদিয়া: থামছেই না তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বছরের শুরুতেই ফের প্রকাশ্যে এল শাসকদলের ঝামেলা। পতাকা উত্তোলনকে কেন্দ্র করে হলদিয়া কারখানার গেটে আক্রান্ত এক শ্রমিক। আহত বেশ কয়েকজন।

ঘটনাস্থান হলদিয়া ধানশিড়ি পেট্রোকেমিক্যাল। জানা গিয়েছে, সেখানে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বাঁধে। ক্রমশ জোরাল হয় সেই বচসা। এরপর তা পৌঁছায় হাতাহাতি-মারধরে। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। গুরুতর জখম অবস্থায় এক শ্রমিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তমলুক জেলা হাসপাতাল।

এবার শাসকদলের এক কর্মীর দাবি, “আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলন ঘিরে বচসা বাঁধে। সেই সময় কয়েকজন বিজেপি কর্মী সমর্থক এসে গন্ডগোল শুরু করেন। ওরা আগে থেকেই পতাকা তুলে দেয়। এরপরই হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনায় গুরুতর জখম একজন।” অপর আর এক কর্মী সমর্থকের দাবি, “পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ঝামেলা বাধে। সেই সময় আমাদের দলেরই কয়েকজন কর্মী সমর্থক হাতাহাতিতে জড়িয়ে পড়ে। কিছু অন্যদলের সদস্যও ছিল বলে মনে হয়।”

প্রসঙ্গত, জেলায়-জেলায় অব্যাহত শাসকদলের গোষ্ঠী কোন্দল। বছর শেষেও ফের সেই একই খবর উঠে এসেছিল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত খড়্কুশমা গ্রামে রাত থেকে সকাল পর্যন্ত তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হয়। যার কারণে এলাকায় দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা। দুপক্ষের সংঘর্ষের জেরে ভাঙচুর তৃণমূলের দলীয় কার্যালয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই এলাকায় শতাধিক বোমা ফাটায় একদল দুষ্কৃতী। গ্রামেরই একদল তৃণমূল কর্মী সমর্থক এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পঞ্চায়েতের ক্ষমতা দখলকে কেন্দ্র তৃণমূলের ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে খবর। ঘটনায় দুই থেকে তিন জন গ্রামবাসী আহত হয়েছে বলেও জানা গিয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় সকাল থেকেই চলে পুলিশি টহল।

আরও পড়ুন: Child Vaccination: আজ থেকে কো-উইনে রেজিস্ট্রেশন করতে পারবে ১৫-১৮ বছর বয়সীরা, কী ভাবে জানুন

আরও পড়ুন: PM Kisan Yojona: নতুন বছরের শুরুতেই কৃষকদের উপহার প্রধানমন্ত্রীর! ১০ কোটি কৃষকের ব্যাঙ্কে জমা পড়ল ২০ হাজার কোটি

Next Article