TMC Leader Missing: ৩ দিন হয়ে গেল, নিখোঁজ কোলাঘাটের TMC নেতা

Kolaghat TMC Leader Missing: এলাকাবাসী জানাচ্ছেন, সুরজিৎবাবু নিজের গ্রাম অর্থাৎ দেঁড়িয়াচক গ্রামে একটি ক্লাবে স্বল্প সঞ্চয় প্রকল্প খুলেছিলেন। অভিযোগ, গ্রামের মানুষদের কাছ থেকে লোভনীয় সুদে টাকা তোলা হচ্ছিল বলে অভিযোগ। সম্প্রতি, বছর খানেক সেই টাকা ফেরত পাচ্ছিলেন না গ্রাহকরা এমনটাই অভিযোগ।

TMC Leader Missing: ৩ দিন হয়ে গেল, নিখোঁজ কোলাঘাটের TMC নেতা
তৃণমূল নেতা নিখোঁজImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2024 | 8:21 AM

কোলাঘাট: প্রায় তিনদিন হয়ে গেল। রহস্যজনক ভাবে নিখোঁজ তৃণমূল নেতা। তিনি কোলাঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি। নিখোঁজ ব্যক্তির নাম সুরজিৎ মান্না। পরিবার সূত্রে খবর, শনিবার ভোরবেলা বাড়ি থেকে ছেলেকে নিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এরপর ছেলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। আর তারপর থেকেই কার্যত নিখোঁজ তিনি।

এলাকাবাসী জানাচ্ছেন, সুরজিৎবাবু নিজের গ্রাম অর্থাৎ দেঁড়িয়াচক গ্রামে একটি ক্লাবে স্বল্প সঞ্চয় প্রকল্প খুলেছিলেন। অভিযোগ, গ্রামের মানুষদের কাছ থেকে লোভনীয় সুদে টাকা তোলা হচ্ছিল বলে অভিযোগ। সম্প্রতি, বছর খানেক সেই টাকা ফেরত পাচ্ছিলেন না গ্রাহকরা এমনটাই অভিযোগ। ভোটের কয়েকদিন আগেও গন্ডগোল হয় ক্লাব সংস্থার সঙ্গে।সুরজিৎবাবু ওই ক্লাবের উচ্চপদস্ছ ব্যক্তি ছিলেন।

গতকাল কিছু গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে টাকা ফেরত না দিতে পারার কারণেই আত্মগোপন করেছেন। এমনটাই মনে করছেন স্থানীয় কিছু মানুষজন।তবে এ বিষয়ে পরিবার থেকে কোনও মন্তব্যই পাওয়া যায়নি। ক্যামেরার সামনে স্ত্রী ও ছেলে কেউই আসেননি। তবে তাঁর নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা।