Nandigram: আগে বৈঠক, পরে কমিটি! ভোটের আগে অভিষেকের ‘ব়্যাডারে’ নন্দীগ্রাম

Nandigram TMC News: এছাড়া নন্দীগ্রামে আপাতত কোনও কমিটি তৈরি করেনি তৃণমূল শিবির। সেখানে দু'টি ব্লক কমিটির ঘোষণা স্থগিত করল শাসকদল। সূত্রের খবর, নন্দীগ্রাম বা শুভেন্দু গড় নিয়ে আলাদা করে বৈঠক করবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তৈরি হবে ব্লক কমিটি।

Nandigram: আগে বৈঠক, পরে কমিটি! ভোটের আগে অভিষেকের ব়্যাডারে নন্দীগ্রাম
বাঁদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডান দিকে শুভেন্দু অধিকারীImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Sep 26, 2025 | 11:57 AM

কলকাতা: তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলায় তৃণমূলের রদবদল। তুলে ধরা হল নতুন নতুন মুখ। নন্দীগ্রামে বাড়তি নজরদারি। বৃহস্পতিবার তৃণমূল সাংগঠনিক জেলা ব্লক সভাপতি শীর্ষকের দু’টি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের শাসকদল (TMC)। তাতে তুলে ধরা হয়েছে দুই সাংগঠনিক জেলার নতুন ব্লক সভাপতি, সহ-সভাপতি, যুব সভাপতি, মহিলা কমিটির সভাপতি ও শ্রমিক সংগঠনের সভাপতিদের নাম।

নন্দীগ্রামে স্থগিত

তমলুক সাংগঠনিক জেলায় মোট ১৬টি ব্লক কমিটি রয়েছে। যার মধ্য়ে মহিষাদল ব্লক (Mahisadal Block) বাদে সব কমিটিগুলিতেই নতুনদের প্রাধান্য দেওয়া হয়েছে দলের তরফে। এছাড়া নন্দীগ্রামে আপাতত কোনও কমিটি তৈরি করেনি তৃণমূল শিবির। সেখানে দু’টি ব্লক কমিটির ঘোষণা স্থগিত করল শাসকদল। সূত্রের খবর, নন্দীগ্রাম বা শুভেন্দু গড় (Suvendu Adhikari) নিয়ে আলাদা করে বৈঠক করবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারপর তৈরি হবে ব্লক কমিটি।

একই ভাবে কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত ব্লক কমিটিগুলিতে সভাপতি, সহ সভাপতিদের নাম ঘোষণা করা হলেও আপাতত বাদ থেকেছে কন্টাই ও কাঁথি টাউনের ব্লক কমিটি। সেখানে কমিটির সভাপতির নাম ঘোষণা করেনি তৃণমূল।

মহিষাদল বাদে সবাই পেল নতুন মুখ

চারপাশে রদবদল মাঝে ব্যাতিক্রমী ছবি ধরা পড়ল মহিষাদলে। সেখানে সমস্ত পদাধিকারীর অপরিবর্তীত কিংবা সামান্য পরিবর্তন হয়েছে। সেখানে সভাপতি পদে বহাল রইলেন সুদর্শন মাইতি। কাঁথি সাংগঠনিক জেলাতেও দেখা গিয়ে রদবদল। চণ্ডীপুর, কাঁথি দেশপ্রাণ, ভগবানপুর ২, খেজরি ১, এগরা ২, রামনগর ২-সহ মোট ছয়টি ব্লকে দেখা গিয়েছে সভাপতি বদল। এছাড়াও, বাকি ব্লক কমিটিগুলিতে মহিলা, যুব এবং শ্রমিক সংগঠনের সভাপতি পদেও দেখা গিয়েছে বদল।