AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Nandigram Chalo: বৃহস্পতিতে শুভেন্দুর ডেরায় তৃণমূলের ‘নন্দীগ্রাম চলো’ মিছিল, নেতৃত্বে ‘সেনাপতি’ অভিষেক

TMC Nandigram Chalo: বৃহস্পতিবার হওয়ার কথা 'নন্দীগ্রাম চলো' কর্মসূচি। উল্লেখ্য, এর আগে তৃণমূলের জনসংযোগ যাত্রায় বেরিয়ে এমন ধরনের মিছিল কোনও জেলায় সেভাবে করতে দেখা যায়নি অভিষেককে।

TMC Nandigram Chalo: বৃহস্পতিতে শুভেন্দুর ডেরায় তৃণমূলের ‘নন্দীগ্রাম চলো’ মিছিল, নেতৃত্বে ‘সেনাপতি’ অভিষেক
অভিষেকের নন্দীগ্রাম চলো অভিযান
| Edited By: | Updated on: May 31, 2023 | 12:28 PM
Share

পূর্ব মেদিনীপুর: নবজোয়ার কর্মসূচিতে এবার শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ‘নন্দীগ্রাম চলো’র ডাক দিয়েছিল অভিষেকের টিম। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার হওয়ার কথা ‘নন্দীগ্রাম চলো’ কর্মসূচি। উল্লেখ্য, এর আগে তৃণমূলের জনসংযোগ যাত্রায় বেরিয়ে এমন ধরনের মিছিল কোনও জেলায় সেভাবে করতে দেখা যায়নি অভিষেককে। শুভেন্দু গড়ে এসে ‘নবজোয়ার’ কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মিছিল আসলে শুভেন্দু গড়ে বিশেষ বার্তাবাহক। জানা যাচ্ছে, চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম ২০ কিলোমিটার পদযাত্রা করবেন অভিষেক। দেখা করবেন নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে। সম্প্রতি শুভেন্দুর কনভয়ের ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে। ইসরাফিলের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবেন অভিষেক। ‘নন্দীগ্রাম’ তৃণমূলে কাছে রাজনৈতিক লড়াইয়ের দিক থেকে বিশেষ অর্থবহ একটি নাম। বাম জমানা শেষ পেরেকটি পোঁতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পিছনে এই নন্দীগ্রাম উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। এমনকী গত বিধানসভা নির্বাচনেও ‘হাই ভোল্টেজ’ লড়াই দেখিয়েছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে খোদ প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন তিনি। তুলমূল্যের বিচারে নন্দীগ্রামের সেই লড়াইও বাংলার রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ।

সেই দিক থেকে পূর্ব মেদিনীপুরে অভিষেকের জনসংযোগ যাত্রা নিয়ে রাজনীতিবিদদের মধ্যেও উৎসাহের খামতি নেই। শুভেন্দু গড়ে পা রেখে অভিষেক আদৌ নন্দীগ্রাম যাবেন কিনা, তা নিয়েই রাজনৈতিক মহলে ছিল জল্পনা। নন্দীগ্রাম আদৌ অভিষেক যাবেন কিনা, গেলে কবে যাবেন, এরকমই একগুচ্ছ প্রশ্ন ঘোরাফেরা করছিল। শেষমেশ নন্দীগ্রামে মিছিল করারই ডাক দিলেন অভিষেক।

অভিষেকের দফতর এবং পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সূত্রে সোমবার জানা গিয়েছে, মঙ্গলবার অভিষেকের জনসংযোগ যাত্রা পৌঁছবে পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার নন্দীগ্রামে মিছিল করবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।