TMC Win: সৌমেন্দুর কেন্দ্রে ‘রাম-বাম’-কে হারিয়ে জিতে গেল তৃণমূল
TMC: বিজেপি নেতৃত্ব অসীম মিশ্রর দাবি, ভোটের সময় অন্দরে ভীতি প্রদর্শন ও শেয়ার হোল্ডারদের নিজেরদের দখলে রেখেই এই ভোট করিয়েছে শাসকদল। সেই কারণেই এই জয় হয়েছে তাঁদের।

ভগবানপুর: সৌমেন্দু অধিকারীর লোকসভা কেন্দ্র ভগবানপুরে পর্যদুস্থ পদ্মশিবির। রাম-বাম জোট করেও রক্ষা হলেও না ভগবানপুর। বিপুল জয় তৃণমূল অনুগামীদের।
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের মহম্মদপুর পূর্ব পাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এদিন প্রতিনিধি নির্বাচন ছিল। এই নির্বাচন ঘিরে উত্তেজনা ছিলো চোখে পড়ার মতন। অশান্তির আঁচ পড়তে পারে ভেবেই পুলিশের নিরাপত্তার ব্যবস্থা ছিল কড়া। এই সমিতির মোট আসন হল ৫১টি। যতই বেলা বেড়েছে ততই যেন উত্তাপ বেড়েছে এই সমিতির নির্বাচন ঘিরে। বেলা ৪টায় শুরু হয় ভোট গণনা। তার ফলাফল আসতেই শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিতরা ৪৪ টি আসন জয়লাভ করে আর বিজেপি ৭টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। সমিতির মোট ভোটার ১হাজার ২৭৬টি। ভোট পড়েছে ১০০০ কিছু বেশি।
বিজেপি নেতৃত্ব অসীম মিশ্রর দাবি, ভোটের সময় অন্দরে ভীতি প্রদর্শন ও শেয়ার হোল্ডারদের নিজেরদের দখলে রেখেই এই ভোট করিয়েছে শাসকদল। সেই কারণেই এই জয় হয়েছে তাঁদের।
অপরদিকে, ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিন চন্দ্র মণ্ডল ও ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুপ সুন্দর পন্ডা শুভেচ্ছা জানান। তারপর তাঁরা বলেন, “আজ সমবায় নির্বাচন ছিল। সেখানে আমরা রাম-বাম জোটকে পরাস্ত করে জিতে গিয়েছি।”





