Haldia: বিজেপির শক্তি ঘাঁটিতে উড়ল সবুজ আবির, খাতা খুলতে পারল না বিরোধীরা

Haldia: এই সমবায়ের মোট ভোটার সংখ্যা ৭৭৬। যার মধ্যে এদিন ভোট পড়েছে ৬৩৬টি। আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির শক্ত ঘাঁটিতে তৃণমূলের এই জয়কে বড়সড় সাফল্য বলে মনে করছে শাসক শিবির।

Haldia: বিজেপির শক্তি ঘাঁটিতে উড়ল সবুজ আবির, খাতা খুলতে পারল না বিরোধীরা
হলদিয়ায় সমবায় নির্বাচনে তৃণমূলের জয়Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 04, 2025 | 8:31 PM

হলদিয়া: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় নির্বাচনে জিতে জেলায় আরও শক্তি বাড়াল তৃণমূল। জেলাজুড়ে একের পর এক সমবায়ে তৃণমূলের কাছে ধরাশায়ী বাম-বিজেপি। এবার বিজেপির শক্ত ঘাঁটিতে থাবা বসাল তৃণমূল। রবিবার হলদিয়া ব্লকের বাড়বাসুদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল। যার মোট আসন সংখ্যা ১২টি। সেখানে সবকটি আসন দখল করল তৃণমূল।

এদিন সকাল থেকে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। তৃণমূল এবং বিজেপি দুই দলের টানটান রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়। শেষমেষ এদিন বিকেলে ফল প্রকাশ হতে দেখা যায় সবকটি আসনেই তৃণমূলের কাছে হেরেছে বিজেপি এবং সিপিএম। এরপরই সবুজ আবির এবং মিষ্টি মুখে মেতে উঠেন তৃণমূলের জয়ী প্রার্থী ও কর্মী সমর্থকেরা।

এই সমবায়ের মোট ভোটার সংখ্যা ৭৭৬। যার মধ্যে এদিন ভোট পড়েছে ৬৩৬টি। আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির শক্ত ঘাঁটিতে তৃণমূলের এই জয়কে বড়সড় সাফল্য বলে মনে করছে শাসক শিবির।

হলদিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস দাস বলেন, “পঞ্চায়েত নির্বাচনে আমরা এই এলাকায় পরাজিত হয়েছি। তার পরও এলাকায় উন্নয়ন করায় মানুষ ভুল বুঝতে পেরেছে। তাই আমাদের সমর্থন করেছে। ধর্ম যে যার, উন্নয়নই শেষ কথা বলে। এই জয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অনেকটাই পথ সুগম করবে আমাদের।”

রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির বক্তব্য, “পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ভয় দেখিয়ে সমবায়গুলি দখল নিচ্ছে শাসকদল। আমরা লোকসভা ও বিধানসভায় জয় ধরে রাখতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় জয়।”