Nandigram: নন্দীগ্রামে সমবায়ে খড়কুটোর মতো উড়ে গেল বিজেপি, ২০২৬-র চ্যালেঞ্জ জানাল তৃণমূল

Cooperative Society election in Nandigram: নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শেখ আলরাজি বলেন, "২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জয়ের সূচনা হল এখান থেকে। ২০২৬ সালে নির্বাচনে জিতে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালে বিজেপির পতন নিশ্চিত।"

Nandigram: নন্দীগ্রামে সমবায়ে খড়কুটোর মতো উড়ে গেল বিজেপি, ২০২৬-র চ্যালেঞ্জ জানাল তৃণমূল
জয়ের পর তৃণমূল নেতা-কর্মীদের উচ্ছ্বাসImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 27, 2025 | 6:04 PM

নন্দীগ্রাম: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সমবায় নির্বাচনে শাসকদলের জয়জয়কার। খড়কুটোর মতো উড়ে গেলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুরে গড় চক্রবেড়িয়া সমবায় সমিতির নির্বাচনে সব আসনেই জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থী। জয়ের পর উচ্ছ্বসিত তৃণমূল নেতা-কর্মীরা বলছেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও এমনই ফল দেখা যাবে।

বুধবার গড় চক্রবেড়িয়া সমবায় সমিতির ১২ আসনের পরিচালন কমিটির নির্বাচন হয়। তৃণমূল ১২টি আসনে প্রার্থী দিলেও বিজেপি ৯টি আসনে প্রার্থী দিয়েছিল। সকাল থেকেই পুলিশি নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬৭২ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৬০০টি। নির্বাচন শেষে ফলাফল বেরোলে দেখা যায় সব আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। জয়ের পর তৃণমূল কর্মী-সমর্থক সবুজ আবির খেলায় মেতে ওঠেন। মিছিলও করেন তাঁরা।

নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শেখ আলরাজি বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জয়ের সূচনা হল এখান থেকে। ২০২৬ সালে নির্বাচনে জিতে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালে বিজেপির পতন নিশ্চিত।”

এদিনের নির্বাচন নিয়ে তিনি বলেন, “বিজেপি-সিপিএম মিলে ৯টি আসনে প্রার্থী দিতে পেরেছিল। তিনটি আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলাম। বাকি ৯টি আসনে ভোটগ্রহণ হয়। সেই নির্বাচনে গোহারান হেরেছে রাম-বাম। ২০২৬ সালে এই জয় অব্যাহত থাকবে।”

এই সমবায়ে পরাজয় নিয়ে বিজেপি এখনও কোনও মন্তব্য করেনি। তবে কয়েকদিন আগে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিরুলিয়া সমবায় সমিতিতে বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়ের পর শুভেন্দু বলেছিলেন, “এখনও পর্যন্ত ৫১টি সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত প্রার্থীরা জিতেছেন। প্রতীক থাকে না। তাই আমরা সরাসরি দলের জয় বলি না। কোলাঘাট থেকে এগরা ৫১টি সমবায়ে জিতেছি। যেখানে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ, সেখানেই আমরা জিতেছি। অনেক গরিব মুসলিম পরিবার তৃণমূলকে হারাতে চায়। কিন্তু, সুযোগ পায় না। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনই নরেন্দ্র মোদী পাবেন।”