Suvendu Adhikari: নন্দীগ্রামে সমবায় নির্বাচনে খাতাই খুলতে পারল না তৃণমূল, শাসকদলকে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু বললেন…
Suvendu Adhikari: নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিরুলিয়া সমবায় সমিতিতে আসন সংখ্যা ১২। রবিবার এই সমবায় সমিতিতে ভোটগ্রহণ হয়। বোরাচিরা হাইস্কুলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কড়া পুলিশি নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই শেষ হয় নির্বাচন। এই নির্বাচনে বিজেপি, তৃণমূল সব আসনে প্রার্থী দিয়েছিল।

নন্দীগ্রাম: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলকে উড়িয়ে দিল বিজেপি। গেরুয়া শিবিরের দাপটে বিরুলিয়া সমবায় সমিতিতে খাতাই খুলতে পারল না রাজ্যের শাসকদল। ফল ঘোষণার পর তৃণমূলকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে সব আসনে জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। অন্যদিকে, এই সমবায় সমিতির নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলল তৃণমূল।
নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিরুলিয়া সমবায় সমিতিতে আসন সংখ্যা ১২। রবিবার এই সমবায় সমিতিতে ভোটগ্রহণ হয়। বোরাচিরা হাইস্কুলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কড়া পুলিশি নিরাপত্তায় শান্তিপূর্ণভাবেই শেষ হয় নির্বাচন। এই নির্বাচনে বিজেপি, তৃণমূল সব আসনে প্রার্থী দিয়েছিল। শুধু সিপিআইএম একটি আসনে প্রার্থী দিয়েছিল।

১২টি আসনেই জিতেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা
ফলাফল বেরলে দেখা যায় ১২ আসনেই জয়লাভ করেছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। তৃণমূল খাতাই খুলতে পারেনি। ফল ঘোষণার পর আবির খেলায় মেতে ওঠেন বিজেপি কর্মীরা। স্থানীয় বিজেপি মণ্ডল-র সভাপতি দিলীপ কুমার পাল বলেন, “আমরা ১২টিতে জিতেছি। তৃণমূল গোহারা হেরেছে। এলাকায় তো তৃণমূল বলতে আর কিছু নেই। এখন তো নন্দীগ্রাম থানার আইসি তৃণমূলের হয়ে এখানে লড়ছেন। আইসি জেতার চেষ্টা করেছিলেন। তাঁর এখন লজ্জা পাওয়া উচিত।” তবে তৃণমূলের অভিযোগ, ভোটারদের ভয় দেখিয়ে জিতেছে বিজেপি।

জয়ের পর বিজেপি নেতা-কর্মীদের উচ্ছ্বাস
নন্দীগ্রামে এই সমবায় নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়ে খুশি শুভেন্দু অধিকারী। ছাব্বিশের নির্বাচন নিয়েও শাসকদলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বলেন, “এখনও পর্যন্ত ৫১টি সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত প্রার্থীরা জিতেছেন। প্রতীক থাকে না। তাই আমরা সরাসরি দলের জয় বলি না। কোলাঘাট থেকে এগরা ৫১টি সমবায়ে জিতেছি। যেখানে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ, সেখানেই আমরা জিতেছি। অনেক গরিব মুসলিম পরিবার তৃণমূলকে হারাতে চায়। কিন্তু, সুযোগ পায় না। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনই নরেন্দ্র মোদী পাবেন।”

