Purba Medinipur: ‘ওরা হট নাচের কথা বলছিল…’, প্রতিবাদ করতেই বেধড়ক মার নৃত্যশিল্পীদের, পুলিশ তুলল ক্লাবের ছেলেদের
Purba Medinipur: শিল্পী সংগঠন বি এস এফ ইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। নৃত্যশিল্পীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নন্দকুমার: নৃত্যশিল্পীদের জোর করে অশ্লীল নাচ করানোর চেষ্টা। নাচতে না চাইলে শিল্পীদের মারধরের অভিযোগ নন্দকুমারের একটি ক্লাবের বিরুদ্ধে। উত্তেজনা নন্দকুমার ঠেকুয়া বাজার সংলগ্ন। ইতিমধ্যেই এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, এলাকার সোনার বাংলা ক্লাবের লোকজন নৃত্য শিল্পীদের অশ্লীল নাচ করার জন্য জেরাজুরি করতে থাকেন। প্রতিবাদ করলে অশালীন আচরণ করা হয়। পুরুষদের পাশাপাশি মহিলা নৃত্যশিল্পীদেরও আক্রমণ করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।
পরবর্তীতে শিল্পী সংগঠন বি এস এফ ইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। নৃত্যশিল্পীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ জমা হতেই ২ জনকে গ্রেফতার করা হয়।
ঘটনা প্রসঙ্গে এক নৃত্যশিল্পী বলেন, “এমনিতে তিন ঘণ্টার প্রোগ্রাম। কিন্তু ৫ ঘণ্টা আমাদের ধরে রাখে। শেষে ওরা হট প্রোগ্রাম করার কথা বলে। আমরা রাজি না হওয়ায় আমাদের লোকজনকে মারধর করে। মহিলাদেরও ছাড় দেওয়া হয়নি। শেষে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমরা এফআইআর করেছি।”