নন্দীগ্রাম: ‘একশো শতাংশ বুথে এজেন্টই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের।’ ভোট দিতে (West Bengal Assembly Election 2021) যাওয়ার পথেই বললেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাইকে চেপে ভোট দিতে যান তিনি।
ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন
নন্দীগ্রামের নন্দনায়েক বাড় প্রাথমিক বিদ্যালয়ে বুথ তাঁর। কিন্তু কেন বাইকে চেপে ভোট দিতে যাচ্ছেন তিনি? প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারীর সাফাই, বুথের সামনের রাস্তা অত্যন্ত সরু। সেক্ষেত্রে গাড়ি ঢুকতে অসুবিধা হবে। সে কারণেই বাইকে চেপে বুথে যান শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী হলদিয়ার ভোটার হলেও এবারের নির্বাচনে নন্দীগ্রামের ভোটার হয়েছেন তিনি। ভোট দিতে যাওয়ার পথে চওড়া হাসি মুখে নতুন ভোটার কার্ডও সাংবাদিকদের দেখান শুভেন্দু অধিকারী।
এ ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, ভোটের দিন যে বাইকে চেপে গোটা নন্দীগ্রাম চক্কর কাটবেন তিনি, তা আগেই জনসভায় দাঁড়িয়ে কর্মী সমর্থকদের উদ্দেশে বলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ‘সকালেই মাথায় তিলক কেটে বেরিয়ে পড়ব। বাইকে ঘুরব গোটা এলাকা। কেউ ট্যা ফুঁ করতে পারবে না।’ অর্থাৎ এলাকার বিভিন্ন বুথ পরিদর্শনের সূচনা তিনি সকালেই করলেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন: মেদিনীপুরের মেদিনী দখলে ঘাম ছুটিয়েছে শাসক-বিরোধী, শেষ হাসি কার?
মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত ইস্যুতে যে প্রশ্ন তুলেছিলেন, সে ব্যাপারে শুভেন্দু বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু বলার নেই।’ উল্লেখ্য, সকাল সকাল নন্দীগ্রাম (Nandigram) ১ নম্বর ব্লকে দাপিয়ে বেড়ায় বাইক বাহিনী। বিজেপির (BJP) অভিযোগ, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের (TMC) বাইক বাহিনী। তবে এই ব্যাপারে শাসক শিবিরের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।