Suvendu Adhikari: লোকসভায় বঙ্গ বিজেপির নয়া লক্ষ্যমাত্রা ৩৬! শাহি টার্গেট ছাপিয়ে যাওয়ার আশা শুভেন্দুদের
Suvendu slams TMC: সিউড়ির সভা থেকে বাংলায় লোকসভার বাদ্যি বাজিয়ে গিয়েছিলেন অমিত শাহ। বঙ্গ বিজেপির জন্য ৩৫ আসনের লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছিলেন। আর এবার আরও একধাপ এগিয়ে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিনক্ষণ যত এগিয়ে আসছে, তত পারদ চড়ছে বাংলার রাজনীতির। আর এরই মধ্যে একটু একটু করে সলতে পাকাতে শুরু করেছে লোকসভা নির্বাচনেরও (Lok Sabha Election 2024)। পঞ্চায়েতের ময়দান বাংলার জন্য একপ্রকার লোকসভার অ্যাসিড টেস্ট বলেই মনে করছে অনেকে। কারণ, মাঝে আর কোনও বড় নির্বাচন নেই বাংলায়। সিউড়ির সভা থেকে বাংলায় লোকসভার বাদ্যি বাজিয়ে গিয়েছিলেন অমিত শাহ। বঙ্গ বিজেপির জন্য ৩৫ আসনের লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছিলেন। আর এবার আরও একধাপ এগিয়ে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ৩৫ ছাপিয়ে এবার ৩৬ আসন টার্গেট করছেন তিনি।
বাংলায় ৪২টি লোকসভা আসন। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে তৃণমূল নেতাদের মুখে ‘৪২-এ ৪২’টি আসন জেতার কথা শোনা গিয়েছিল। কিন্তু ‘মোদী ম্যাজিকে’ ভর করে বাংলায় উল্কাগতিতে আসন বাড়িয়েছিল পদ্মশিবির। ১৮ টি আসন ছিনিয়ে নিয়েছিল। আর এবার শুভেন্দুর হুঙ্কার, ‘আমরা ১৮-কে ৩৬ করব।’ আর এই টার্গেট পূরণ হলে, তিন মাসের মধ্যেই বাংলায় সরকারকে ‘বিদায়’ জানানো হবে বলেও প্রত্যয়ী বিধানসভার বিরোধী দলনেতা।
কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হটাতে রণকৌশল তৈরি করছে বিরোধীরা। এককাট্টা হওয়ার চেষ্টা করছে। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মমতা। বাংলার শাসক শিবির থেকে বলা হচ্ছে, পঞ্চায়েতের আসর নাকি সেমিফাইনাল। আর ফাইনাল হবে আগামী বছরের লোকসভায়। কিন্তু বিরোধী দলনেতার বক্তব্য়, পঞ্চায়েত হল কোয়ার্টার ফাইনাল। লোকসভায় হবে সেমিফাইনালের লড়াই। তাহলে কি ফাইনাল পরের বিধানসভায়? সেই ইঙ্গিতই কি দিয়ে রাখলেন শুভেন্দু?
বিরোধী দলনেতা টার্গেট পূরণের পর যে তিন মাসের কথা বলছেন, অনেকটা একই ধরনের কথা শোনা গিয়েছিল সিউড়ির শাহি সভা থেকেও। ৩৫ আসনের টার্গেট দিয়ে বঙ্গ বিজেপিকে আশ্বস্ত করেছিলেন, ২০২৫ সালের আগেই তৃণমূল সরকারের ‘কা-ডা-রা-রা ফুসস…’ হয়ে যাবে। উল্লেখ্য, বাংলায় পরবর্তী বিধানসভা নির্বাচন হওয়ার কথা ২০২৬ সালে।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত কয়েকদিনের পঞ্চায়েতের প্রচারে লোকসভা ভোটের প্রসঙ্গ উঠে এসেছে। কখনও বলেছেন, ‘মোদী আজ আছেন, কাল চলে যাবেন।’ আবার কখনও বলেছেন, কেন্দ্রের ক্ষমতায় বিজেপির মেয়াদ আর ৬ মাসের। ডবল ইঞ্জিন নিয়েই খোঁচা দিয়েছেন মমতা। বলেছেন, ডবল ইঞ্জিনের একটা ফুটো হবে পঞ্চায়েতে এবং অন্যটি ফুটো হবে লোকসভায়। সব মিলিয়ে পঞ্চায়েতের ময়দানেও বার বার ঘুরে ফিরে চলে আসছে আসন্ন লোকসভার লড়াই।
যদিও শুভেন্দুর এই ৩৬ আসনের দাবিকে কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। পাল্টা খোঁচা দিয়ে কুণালের বক্তব্য, ‘উনি ভুয়ো জ্যোতিষী, ওঁর তারিখ মেলে না।’ ৩৬ আসনের যে দাবি করা হচ্ছে, তা নিয়ে কটাক্ষের সুরে কুণালের পাল্টা দাবি, বিজেপি আগে লোকসভায় চারটে আসন পেয়ে দেখাক।