Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Panchayat Elections 2023: তৃণমূল কংগ্রেস মহিলা কর্মীকে গাছে বেঁধে মারধরের অভিযোগ, বর্বরতার নিদর্শন নন্দীগ্রামে

West Bengal Panchayat Elections 2023: ভোট পরবর্তী হিংসা অব্যাহত জেলায় জেলায়। বাদ পড়ল না পূর্ব মেদিনীপুর জেলা। নন্দীগ্রামে এক মহিলা তৃণমূল কর্মীকে গাছে বেঁধে মারধর করার অভিযোগ ওঠে। এক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

West Bengal Panchayat Elections 2023: তৃণমূল কংগ্রেস মহিলা কর্মীকে গাছে বেঁধে মারধরের অভিযোগ, বর্বরতার নিদর্শন নন্দীগ্রামে
নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2023 | 3:21 PM

নন্দীগ্রাম: ভোট পরবর্তী হিংসায় বর্বরতার নজির নন্দীগ্রামে। তৃণমূল কংগ্রেস মহিলা কর্মীকে গাছে বেঁধে মারধরের অভিযোগ। তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় যে অশান্তি শুরু হয়েছিল, সেই অশান্তি ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরেও অব্যাহত রয়েছে। নির্বাচনের ফল বেরনোর ইতিমধ্যে দু’দিন অতিক্রান্ত হয়েছে। তবু যেন হিংসা থামছে না রাজ্যে।

ভোট পরবর্তী হিংসা অব্যাহত জেলায় জেলায়। বাদ পড়ল না পূর্ব মেদিনীপুর জেলা। নন্দীগ্রামে এক মহিলা তৃণমূল কর্মীকে গাছে বেঁধে মারধর করার অভিযোগ ওঠে। এক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।

সেই ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য । তিনি লেখেন, “নন্দীগ্রামের ভেকুটিয়ায় তৃণমূল করার অপরাধে, এক মহিলাকে এভাবেই গাছে বেঁধে অত্যাচার চালাল বিজেপি। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এলাকায় সামান্য দুই একটা পঞ্চায়েত জিতে যারা এই স্তরে সন্ত্রাস চালাতে পারে, বাংলার অন্যান্য প্রান্তে শক্তিবৃদ্ধি হলে তাদের বাংলাকে মনিপুর বানাতে যে বেশি সময় লাগবে না, তা বারংবার স্পষ্ট হয়ে যাচ্ছে।”

জানা গিয়েছে, নির্যাতিতা মহিলার বাড়ি নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। মনুচকজালপাই ৩২ নম্বর বুথের ঘটনা। ওই মহিলার বক্তব্য, “অনবরত হুমকি তো আসছিল কিন্তু ভোটের পরের দিন ঘটনা অন্য রূপ নেয়। ঘরে আগুন লাগিয়ে দেওয়া থেকে শুরু করে, চুলের মুঠি ধরে বাইরে টেনে এনে বেঁধে লাথি মারা হয়। কোনও কিছুতেই রেহাই করেনি ওই গুন্ডা বাহিনীরা।” চার জনের নাম পুলিশকে জানিয়েছেন ওই মহিলা। জানা গিয়েছে, ওই চার জনই এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত। মহিলাকে উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও বিজেপির মণ্ডল সভাপতির বক্তব্য, “দল থেকে নির্দেশ দিয়েছে, এলাকায় কোনও বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। বিজেপির সংস্কৃতিতে এটা নেই। আমাদের এখানে প্রতিশোধের জায়গা নেই। গতকাল নিজেকেই বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নাটক করছে। বলছে বিজেপি মেরেছে।”