Digha: দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, ফুঁসছে সমুদ্র, রইল ‘ভয়ঙ্কর সুন্দর’ সেই ছবি

Weather: আবহাওয়া দফতর বলছে, পোড়া গরম থেকে এবার মুক্তি মিলবে। জোলো বাতাসের ঠেলায় শুকনো হাওয়ার কোণঠাসা হওয়া শুরু।

Digha: দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, ফুঁসছে সমুদ্র, রইল 'ভয়ঙ্কর সুন্দর' সেই ছবি
দিঘায় জলোচ্ছ্বাস।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 2:01 PM

পূর্ব মেদিনীপুর: প্যাচপ্যাচে গরম, দাবদাহ। অতিষ্ঠ দক্ষিণবঙ্গবাসী। যদিও পর্যটকের ভিড়ে খামতি নেই সৈকত শহর দিঘায় (Digha)। গরমে কিছুটা নাকাল তাঁরা ঠিকই। তবে শুক্রবার দিঘার সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। এদিন সমুদ্রের জল টপকায় গার্ডওয়াল। গরমে স্বস্তির খোঁজে দিঘায় গিয়ে জলোচ্ছ্বাস দেখে আত্মহারা পর্যটকরা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর স্বস্তির বার্তা দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশে মেঘের উপস্থিতি। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইছে। এর প্রভাবে শনিবার থেকে তাপমাত্রা কমার পাশাপাশি তাপপ্রবাহও কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। সেই সঙ্গে রবিবার ও সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তার আগে মরসুমের প্রথম জলোচ্ছ্বাসে গা ভিজিয়ে কিছুটা স্বস্তি পেলেন পর্যটকরা। সবে অমাবস্যা গিয়েছে। সাগরতটে আছড়ে পড়ছে বিশাল তরঙ্গদল। এদিন সকালে জোয়ার আসার পরই প্রবল জলোচ্ছ্বাস দেখা যায়। বেশ কিছুক্ষণ ধরে চলে জলোচ্ছ্বাস। তাতেই আনন্দে মেতে ওঠেন পর্যটকরা।

যদিও জোয়ারের সময় বিপদের আশঙ্কা থাকায় বারণ ছিল সমুদ্রে নামা। তাই গার্ডওয়ালের ধারে দাঁড়িয়েই জলোচ্ছ্বাস চাক্ষুষ করতে হয়েছে পর্যটকদের। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত সপ্তাহ থেকেই পর্যটকদের ভিড় রয়েছে দিঘায়। গরমের কারণে স্কুল, কলেজ বন্ধ থাকায় অনেকেই হাওয়া বদলের জন্য সপরিবার চলে এসেছেন সৈকতশহরে। সেখানে সামুদ্রিক জলোচ্ছ্বাস উপরি পাওনা।

আবহাওয়া দফতর বলছে, পোড়া গরম থেকে এবার মুক্তি মিলবে। জোলো বাতাসের ঠেলায় শুকনো হাওয়ার কোণঠাসা হওয়া শুরু। আপাতত ইতি তাপপ্রবাহে। রবি থেকে মঙ্গল, রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কিছু জেলায় আজ শুক্রবার থেকেই বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে।

দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, “গরমের কারণে সপ্তাহের শুরু থেকেই দিঘায় ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। আশা করি, সপ্তাহান্তের ছুটিতে এই ভিড় অনেকটাই বেড়ে যাবে।”