Woman Abused: অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ‘গণধর্ষণ’, গ্রেফতার ১ অভিযুক্ত

Purba Medinipur Woman Abused: জানা গিয়েছে, গত ২০ জানুয়ারি রাত্রিবেলা ওই মহিলাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক। অভিযোগ, স্থানীয় একটি পরিত্যক্ত এলাকায় কয়েকজন মিলে ওই মহিলাকে প্রথমে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর আরও কয়েকজন মিলে গণধর্ষণ করেন। এদিকে ওই মহিলা চিৎকার করতেই এলাকার বাসিন্দাদের তা কানে যায়।

Woman Abused: অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে মানসিক ভারসাম্যহীন মহিলাকে 'গণধর্ষণ', গ্রেফতার ১ অভিযুক্ত
প্রতীকী ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2024 | 6:28 AM

এগরা: বাজার থেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে প্রথমে অপহরণ। তারপর তাঁকে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় এক অভিযুক্ত গ্রেফতার। মর্মান্তিক ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকায়।জানা গিয়েছে, গত ২০ জানুয়ারি রাত্রিবেলা ওই মহিলাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক। অভিযোগ, এরপর স্থানীয় একটি পরিত্যক্ত এলাকায় কয়েকজন মিলে তাঁকে গণধর্ষণ করেন। এদিকে ওই মহিলা চিৎকার করতেই এলাকার বাসিন্দাদের তা কানে যায়। টর্চ নিয়ে বেরিয়ে আসেন তাঁরা। তখনই অভিযুক্তরা চম্পট দেয় সেখান থেকে ৷

এরপর স্থানীয় বাজার কমিটির সদস্যরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এগরা থানায় পুলিশের দ্বারস্থ হন ৷ এগরা থানার আইসি স্বপন গোস্বামী সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেন। অভিযুক্তদের মধ্যে একজনকে চিহ্নিত করেন। এছাড়াও ওই বাজার কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়িও ওই একই এলাকায়। বুধবার অভিযুক্তকে কাঁথি মহাকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এগরায় এক ব্যবসায়ী বলেন, “ঘটনার জানতে পেরে প্রথমে এগরা থানায় যাই। পুরো ঘটনাটি এগরা থানার আইসি স্বপন গোস্বামীকে জানাই। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এলাকার অনেক স্থানীয় ব্যবসায়ীরা মদ বিক্রি করেন। গভীর রাত পর্যন্ত মদ বিক্রির কারণে এমন ঘটনা ঘটেছে। অভিযুক্তের কঠোরতম শাস্তি দাবি জানাচ্ছি।”