AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in WB: পুরুষের ফর্মে কোন মহিলার ছবি! এসআইআর-এর ফর্ম দেখে মাথায় হাত

SIR in West Bengal: ভয়ে দিন কাটাচ্ছেন ওই পরিবারের সদস্যরা। যাদের ফর্মে ভুল এসেছে, তারা পরিবারের কর্তা। সে ক্ষেত্রে তাদের ফর্ম ধরেই পরিবারের বাকিদের ফর্ম ফিল আপ হবে। সে ক্ষেত্রে একজনের ফর্ম ভুল হলে পরিবারের বাকিদের ফর্মেও ভুল হয়ে যাওয়ার বা ফর্ম বাতিল হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

SIR in WB: পুরুষের ফর্মে কোন মহিলার ছবি! এসআইআর-এর ফর্ম দেখে মাথায় হাত
ফর্মে ভুল ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 14, 2025 | 2:24 PM
Share

কোলাঘাট: এসআইআর আতঙ্ক কোলাঘাটের রামচন্দ্রপুরে। এনুমারেশন ফর্ম দেখেই চোখ কপালে। একাধিক ফর্মে ভুল। পুরুষের ফর্মে মহিলা ছবি, মহিলার ফর্মে পুরুষের। গ্রামছাড়া হতে হবে না তো! আশঙ্কা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে।

এসআইআর-এর ফর্ম বিলি শেষ হয়েছে ইতিমধ্যেই। এখনও আতঙ্ক কাটছে না। বিশেষ করে যাদের ফর্মে ভুল এসেছে, তাদের মধ্যে আতঙ্ক বেড়েছে। ফর্ম বিলি শেষ হওয়ার পর আপাতত চলথে ফর্ম গ্ৰহণের প্রক্রিয়া ও অনলাইনে আপলোড করার কাজ। এরই মধ্যে আতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের খন্যাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকায় রামচন্দ্রপুর দক্ষিণপাড়া বুথে। অভিযোগ, একজনের ফর্মে মিলছে অন্যজনের ছবি।

জানা গিয়েছে, এই পঞ্চায়েতের ৩৭ নম্বর বুথের অশোক ঘাটা নামে এক ব্যক্তির ফর্মে অশোক ঘাটার জায়গায় এক অজ্ঞাতপরিচয় মহিলার ছবি এসেছে। অপরদিকে বিমলা দাস নামে এক মহিলার ফর্মে এসেছে অজ্ঞাতপরিচয় এক পুরুষের ছবি।

এই নিয়ে ভয়ে দিন কাটাচ্ছেন ওই পরিবারের সদস্যরা। যাদের ফর্মে ভুল এসেছে, তারা পরিবারের কর্তা। সে ক্ষেত্রে তাদের ফর্ম ধরেই পরিবারের বাকিদের ফর্ম ফিল আপ হবে। সে ক্ষেত্রে একজনের ফর্ম ভুল হলে পরিবারের বাকিদের ফর্মেও ভুল হয়ে যাওয়ার বা ফর্ম বাতিল হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। ফর্ম বাতিল হলে নাগরিকত্ব হারিয়ে উদ্বাস্তু হওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা। তবে বিএলও দাবি করেছেন যে ফর্ম এসেছে, তাতে ভুল ছবির জায়গায় নিজের ছবি দিয়ে ফিল আপ করলেও পরে ভুল সংশোধন করার জায়গা রয়েছে।

এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন সব রাজনৈতিক দলের নেতারা। ২৩ বছর অন্তর অন্তর এই এসআইআর কর্মসূচি করে, এই ধরনের ভুল সংশোধন করা উচিত বলে এক বিজেপি নেতার দাবি। কমিশনের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।