দলা পাকিয়ে গেল ৬ বছরের শিশুর শরীর, থেঁতলে গেল বাবা-মায়ের মাথা! মর্মান্তিক ঘটনা কাঁথিতে

Contai

দলা পাকিয়ে গেল ৬ বছরের শিশুর শরীর, থেঁতলে গেল বাবা-মায়ের মাথা! মর্মান্তিক ঘটনা কাঁথিতে
কাঁথিতে বাইক দুর্ঘটনা
Follow Us:
| Updated on: Dec 23, 2020 | 2:54 PM

পূর্ব মেদিনীপুর: বাইকে স্ত্রী ও সন্তানকে নিয়ে বেরিয়েছিলেন আত্নীয়ের বাড়ি যাবেন বলে। নিজে সাবধানেও চালাচ্ছেন বাইক। কিন্তু অন্যের বেপরোয়া গতির মাশুল দিতে হল তাঁদের। দ্রুত গতিতে ধেয়ে আসা লরির মুখোমুখি পড়ে যান। লরি পাশ কাটিয়ে গেলেও বাইক থেকে ছিটকে পড়ে যান তাঁরা। থেঁতলে যায় তিন জনেরই মাথা। দলা পাকিয়ে যায় ছোট্ট শিশুর শরীর। দুর্বিষহ, মর্মান্তিক ঘটনার স্বাক্ষী থাকল  পূর্ব মেদিনীপুরের কাঁথি (Contai)।

শ্রীপুর গ্রামের বাসিন্দা সুভাষ সামন্ত তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে বাইকে কাঁথি থেকে মহিষাদলের দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টোদিক থেকে একটি লরি ঝড়ে গতিতে আসছিল। মহিষগোট থার্মোকল ফ্যাক্টরির কাছে রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন লরিচালক।

আরও পড়ুন: প্রাপ্তবয়স্কার ইচ্ছা হলেই ভিন ধর্মে বিয়ে করে ধর্মান্তরিত হতে পারেন: হাইকোর্ট

সুভাষ সামন্ত ওই লরিটির মুখোমুখি পড়ে যান। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে বাইকে। বাইক থেকে ছিটকে পড়ে যান তিন জনই। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।  ছোট্ট ছ’বছরের শিশুটির দেহের নিম্নাংশ তখন প্রায় দলা পাকিয়ে গিয়েছে। কাঁথি থানার পুলিস গিয়ে দেহটি তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিন দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তায় বন্ধ থাকে যান চলাচল। ঘটনার ভয়াবহতায় স্তব্ধ প্রত্যক্ষদর্শীরা।