ঝালদায় হেলমেট ছাড়াই তৃণমূলের বাইক মিছিল! তীব্র কটাক্ষ বিজেপির
শুক্রবার পুরুলিয়ার (Purulia)ঝালদায় তৃণমূলের বাইক মিছিলের তীব্র কটাক্ষ করল বিজেপি। সেদিন নাকি বাইক মিছিলের অধিকাংশ তৃণমূল সমর্থকেরই মাথায় ছিল না হেলমেট।
TV9 বাংলা ডিজিটাল: যারা ঘটা করে ‘সেফ ড্রাইভ সেফ লাইভ’ করছেন, তারাই পরছেন না হেলমেট। শুক্রবার পুরুলিয়ার (Purulia) ঝালদায় তৃণমূলের বাইক মিছিলের তীব্র কটাক্ষ করল বিজেপি। সেদিন নাকি বাইক মিছিলের অধিকাংশ তৃণমূল সমর্থকেরই মাথায় ছিল না হেলমেট! এমনই অভিযোগ পদ্ম শিবিরের।
রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে নারীদের উপর অত্যাচারের প্রতিবাদে এই বাইক মিছিল করেছিল তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন জেলা তৃণমূলের যুব সভাপতি সুশান্ত মাহাত। মিছিলে উপস্থিত ছিলেন ঝালদার তৃণমূল কংগ্রেস সভাপতিও। এছাড়াও মিছিলে ছিলেন ঝালদা পুরসভার প্রশাসক ও প্রাক্তন উপ প্রধান।
আরও পড়ুন: কৃষি আইনের বিরোধিতায় পুরুলিয়ায় মাওবাদী পোস্টার, এলাকায় জোর চাঞ্চল্য!
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সব কিছু দেখেও চুপ করেছিল পুলিস। পুরুলিয়া (Purulia) জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি স্বীকার করে নিয়েছেন যে সবার মাথায় হয়তো হেলমেট ছিল না। তিনি বিষয়টির খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন।