
পুরুলিয়া: বুধবারই পুরুলিয়ায় রণসংকল্প সভায় যোগ দিচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বিশাল মঞ্চের পাশাপাশি তৈরি করা হয়েছে বিশাল র্যাম্প। এমনিতে শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত পুরুলিয়া জেলায় নির্বাচনের আগে এদিনের সভা থেকে তৃণমূলের সেনাপতি কোন বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে রাজ্যের যে জেলাগুলিতে সবথেকে খারাপ ফল করেছে তৃণমূল তার মধ্যে অন্যতম পুরুলিয়া। গত বিধানসভা নির্বাচনে জেলার ৯ টি আসনের মধ্যে ৬ টি আসনে হারের মুখ দেখতে হয়েছে রাজ্যের শাসকদলকে। গত লোকসভা নির্বাচনেও পুরুলিয়া কেন্দ্রে গেরুয়া শিবিরের জয়জয়কার হয়েছে। লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল দেখলে দেখা যাবে শুধুমাত্র বান্দোয়ান বিধানসভা বাদে বাকি ৮ টি বিধানসভাতেই পিছিয়ে তৃণমূল। এই পরিস্থিতিতে এদিন কাশিপুর বিধানসভার লধুড়কার মাঠে রণসংকল্প সভায় যোগ দেওয়ার কথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে রেকর্ড সংখ্যক লোক জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। পাশাপাশি এদিনের সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের কোন রণকৌশল স্থির করে দেন অভিষেক সেদিকে তাকিয়ে রয়েছে ঘাসফুল শিবির।
বিগত কয়েকদিন ধরেই রাজ্যের নানা প্রান্তে ঘুরছেন অভিষেক। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সুর চড়িয়ে চলেছে বিজেপির বিরুদ্ধে। এদিনের সভা থেকে একইভাবে এসআইআর ও রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়াতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি বিজেপির এই শক্ত ঘাঁটিতে এসআইআর আবহে অভিষেক মঞ্চে দেখা যেতে পারে এমন তিন ভোটার, যাদের মৃত বলে নাম বাদ দিয়েছে কমিশন। সূত্রের খবর এমনটাই।