Jhalda Councillor Murder: কাউন্সিলর খুনে অভিযুক্তদের আজও নিজেদের হেফাজতে নিতে পারল না সিবিআই, আদালতে এসেও ফিরতে হল খালি হাতে

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Apr 09, 2022 | 8:41 PM

Purulia Court: তপন কান্দুর হত্যা মামলায় সিটের গ্রেফতার করা চার অপরাধীকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে গিয়ে ধাক্কা খেল সিবিআই। আজ সিবিআইয়ের আইনজীবী এবং এক অফিসার পুরুলিয়া জেলা আদালতে এসে দেখেন আদালত বন্ধ রয়েছে।

Jhalda Councillor Murder: কাউন্সিলর খুনে অভিযুক্তদের আজও নিজেদের হেফাজতে নিতে পারল না সিবিআই, আদালতে এসেও ফিরতে হল খালি হাতে
পুরুলিয়া আদালতে সিবিআই গোয়েন্দারা

Follow Us

পুরুলিয়া : তপন কান্দুর হত্যা মামলায় (Jhalda Councillor Murder Case) সিটের গ্রেফতার করা চার অপরাধীকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে গিয়ে ধাক্কা খেল সিবিআই (CBI)। আজ সিবিআইয়ের আইনজীবী এবং এক অফিসার পুরুলিয়া জেলা আদালতে এসে দেখেন আদালত বন্ধ রয়েছে। তবে এই নিয়ে কোনও কথা বলতে চাননি তাঁরা। সূত্র মারফত জানা গিয়েছে, ঝালদায় খুনের ঘটনায় গ্রেফতার চার অভিযুক্ত দীপক কান্দু, নরেন কান্দু, মহঃ আশিক খান এবং কলেবর সিংকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই। এদের মধ্যে দীপক কান্দু বাদ দিয়ে বাকি তিন জনকে শুক্রবারই আদালতে হাজির করেছিল জেলা পুলিশ। আদালতের অনুমতি নিয়ে নিজেদের হেফাজত থেকে জেল হেফাজতেও পাঠিয়ে দেওয়া হয় তাদের।

শনিবার আদালতে আবেদন করে এই চার অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা ছিল সিবিআইয়ের। তবে আদালত বন্ধ থাকায় বিষয়টি আপাতত ঝুলেই থাকল। বিষয়টি নিয়ে সিবিআইয়ের তরফে জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, তপন কান্দু হত্যা মামলায় তদন্তভার হাতে পাওয়ার পর থেকেই তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্ত প্রক্রিয়ায় আরও গতি আনতে চাইছেন গোয়েন্দারা। হাইকোর্টের নির্দেশ রয়েছে, ৪৫ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া যাতে আরও মসৃণ হয়, তার জন্য পুরুলিয়ায় একটি অস্থায়ী ক্যাম্প গঠন করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।

উল্লেখ্য, চলতি সপ্তাহের সোমবার হাইকোর্ট ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তারপর দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দারা ঝালদার খুনের ঘটনায় তদন্তকারী দল গঠন করে ফেলেন। বুধবার পুরুলিয়া জেলা পুলিশের হাত থেকে তপন কান্দু খুনের ঘটনায় কেস ডায়েরি ও  তদন্তের যাবতীয় নথি নিজেদের হাতে নেয় সিবিআই।

আরও পড়ুন : Mamata-Pawar: পাওয়ারের বাসভবনে ‘হামলা’র তীব্র নিন্দা মমতার, দোষীদের কড়া শাস্তির দাবি

আরও পড়ুন : Anubrata Mandal Heath Update: মাঝে মাঝেই অক্সিজেন লাগছে, উডবার্নে কেমন আছেন অনুব্রত?

Next Article