Purulia: নাবালিকাকে কিডন্য়াপ করে ধর্ষণ, চরম শাস্তি দিল আদালত
Purulia: ঘটনাটি ২০২০ সালের। পুরুলিয়া শহরের বাসিন্দা ওই নাবালিকা। ডিসেম্বর মাসে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর খোজ পাওয়া না যাওয়ায় পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।

পুরুলিয়া: নাবালিকাকে অপহরণ। পরে ধর্ষণের অপরাধে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জেলা আদালত।
ঘটনাটি ২০২০ সালের। পুরুলিয়া শহরের বাসিন্দা ওই নাবালিকা। ডিসেম্বর মাসে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর খোজ পাওয়া না যাওয়ায় পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশ তদন্ত শুরু করে। নিখোঁজ হওয়ার পিছনে পুরুলিয়া শহররের এক বাসিন্দার যোগ পাওয়া যায়। এরপর পুরুলিয়া সদর থানার পুলিশ তদন্তে নামে। প্রায় ১০দিন পর ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে নাবালিকা সহ অভিযুক্তকে উদ্ধার করে।
এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ (পক্সো) ধারায় মামলা রুজু করে সদর থানার পুলিশ। সেই মামলার শনিবার রায় দান করেন পুরুলিয়া জেলা আদালত। শুক্রবার অভিযুক্তকে আইপিসি ধারায় দোষী সাবস্ত করা হয়। শনিবার রায় ঘোষণা করে আদালত। অপহরণ ও ধর্ষণের দায়ে দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ বছর জেল। পাশাপাশি নাবালিকার পরিবারকে ৩ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত।





