Purulia: বাদ গেলেন না ওঁরাও, গঙ্গাসাগরে যাওয়ার পথে তিন সাধুর ওপর শারীরিক ‘নির্যাতন’

Purulia: শুক্রবার রাতে কাশীপুরে গিয়ে থানা থেকে তিন সাধুকে নিজের বাসভবনে নিয়ে যান পুরুলিয়ার সংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। শনিবার তাঁদের পুরুলিয়ার চকবাজারের বড় কালী মন্দিরে নিয়ে গিয়ে সসম্মানে গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাঠানো হবে বলে জেলা বিজেপি সূত্রে খবর।

Purulia: বাদ গেলেন না ওঁরাও, গঙ্গাসাগরে যাওয়ার পথে তিন সাধুর ওপর শারীরিক 'নির্যাতন'
গঙ্গাসাগরে আক্রান্ত তিন সাধুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2024 | 10:26 AM

পুরুলিয়া: গঙ্গাসাগরে আগত তিন সাধুর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ। ঘটনাকে ঘিরে শোরগোল বাংলায়। গঙ্গাসাগরগামী তিন সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। বৃহস্পতিবার পুরুলিয়ার কাশীপুরে আক্রান্ত হন উত্তরপ্রদেশ থেকে আগত তিন সাধু। অভিযোগ, ভাঙচুর করা হয় তাঁদের গাড়ি। গুজবের জেরে ওই তিন সাধু আক্রান্ত হন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

শুক্রবার রাতে কাশীপুরে গিয়ে থানা থেকে তিন সাধুকে নিজের বাসভবনে নিয়ে যান পুরুলিয়ার সংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। শনিবার তাঁদের পুরুলিয়ার চকবাজারের বড় কালী মন্দিরে নিয়ে গিয়ে সসম্মানে গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাঠানো হবে বলে জেলা বিজেপি সূত্রে খবর। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বেরিলির বাসিন্দা ওই তিন সাধু একটু গাড়িতে করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে বার হয়েছিলেন। রাঁচির জগন্নাথ মন্দির দর্শন করার পর পুরুলিয়া হয়ে তাঁরা গঙ্গাসাগরের উদ্দেশে যাত্রা করেন।

কাশীপুরের কাছে গুজবের জেরে তাঁরা স্থানীয় কয়েকজন মানুষের হাতে আক্রান্ত হন। তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার পর জেলা বিজেপি আইন শৃঙ্খলা নিয়ে সরব হয়। মাফিয়াদের কাছে সাধু সন্তরাও নিরাপদ নন বলে দাবি করেন সাংসদ। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া অবশ্য এই ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

সাধুদের পুলিশ রক্ষা করেছে বলে দাবি করেন তিনি। এদিন আক্রান্ত সাধুরাও অবশ্য পুলিশের প্রশংসা করেন। তবে আক্রমণ নিয়ে পুলিশে অভিযোগ করতে অনীহা প্রকাশ করেন তাঁরা। আক্রান্ত সাধুর বক্তব্য, “আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। গঙ্গাসাগর যাওয়ার কথা ছিল। কিছু মেয়ে সাইকেলে যাচ্ছিল। ওরা আমাদের ভাষা বুঝতে পারেনি। হঠাৎ করেই দেখি ২০-২৫ জন জড়ো হয়ে গেল, আমাদের মারধর করা শুরু করল।”

বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে বিজেপি।  বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর বক্তব্য, “পশ্চিমবঙ্গে আবার পালঘরের মতো ছায়া দেখা দিয়েছে। বাংলায় সাধু সন্তদের তৃণমূল আশ্রীত গুন্ডারা মারধর করা শুরু করেছে। আর এদিকে শেখ শাহজাহানের মতো গুন্ডারা রাস্তায় ঘুরে বেড়ায়।” বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, মমতা সরকারের রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি ভয়াবহ। পুরুলিয়ার ঘটনার তার প্রমাণ। তিনি লেখেন…

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়ার বক্তব্য, “এই ঘটনার সত্যতা কী আছে, সেটা জানা যাবে। তবে এটা কাম্য নয়। আমরা ভিডিয়ো দেখেছি। পুলিশ এই বিষয়টা খতিয়ে দেখছে।”