AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia: চাকরিহারাদের আরও সংযত হওয়া হওয়া দরকার ছিল: তৃণমূল নেতা

Purulia: শুক্রবার তৃণমূল নেতৃত্ব যে রদবদল করেছে, তাতে পুরুলিয়াতেও জেলা সভাপতি পদে বদল হয়েছে। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে এই রদবদল করেছে ঘাসফুল শিবির।

Purulia: চাকরিহারাদের আরও সংযত হওয়া হওয়া দরকার ছিল: তৃণমূল নেতা
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 17, 2025 | 12:34 PM
Share

পুরুলিয়া: যাদের চাকরি গিয়েছে, তাদের আরও সংযত হওয়া উচিৎ। এমনই মন্তব্য করলেন পুরুলিয়ার নতুন দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা। শিক্ষকদের ওপর লাঠিচার্জ করার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়টি তাঁর জানা নেই বলেই দাবি করলেন সদ্য জেলা সভাপতি পদে দায়িত্ব নেওয়া রাজীব সোরেন। তিনি বলেন, “যাদের চাকরি গিয়েছে বা আগামিদিনে যাবে, তাদের আরও সংযত হওয়া উচিৎ। রাজ্য সরকারের ওপর আস্থা রাখা উচিৎ।”

শিক্ষকদের আন্দোলন নিয়ে তৃণমূল নেতার বক্তব্য, বিরোধী দল এই বিষয়টি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তিনি বলেন, “যারা চাকরি দিতে পারে না, তারাই চাকরি খাচ্ছে। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখা উচিৎ। যারা দুর্নীতি করেছে তারা সবাই জেলে আছে। মুখ্যমন্ত্রী মানবিকতার সঙ্গেই বিষয়টি দেখছেন। যাদের চাকরি চলে গিয়েছে, তাদের জন্য ব্যবস্থাও নিয়েছেন।”

শুক্রবার তৃণমূল নেতৃত্ব যে রদবদল করেছে, তাতে পুরুলিয়াতেও জেলা সভাপতি পদে বদল হয়েছে। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে এই রদবদল করেছে ঘাসফুল শিবির। জেলা সভাপতি করা হয়েছে বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রাজীব সোরেনকে। দু’বারের এই বিধায়কের উপরেই ভরসা রেখেছে দল। অন্যদিকে, দলের চেয়ারপার্সন করা হয়েছে দলেরই প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে।

গত বিধানসভা নির্বাচনে এই জেলার ৯টি আসনের মধ্যে ৬টিতে জয়ী হয় বিজেপি। মাত্র ৩টি আসন দখলে রাখতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। এছাড়াও পরপর দুবার এই লোকসভা আসনটি বিজেপি নিজেদের দখলে রাখে। মনে করা হচ্ছে, আদিবাসীদের ভোট ধরে রাখতেই দলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজীবকে।