AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: আবার কি চাকরি দেওয়া শুরু? তৃণমূল নেতার হাতে টাকার বান্ডিল

Purullia: উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পূর্বে মানবাজার এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন এই কিশোর মাহাতো। নির্বাচনের পূর্বে দল বিরোধী কার্যকলাপের জন্য তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

Video: আবার কি চাকরি দেওয়া শুরু? তৃণমূল নেতার হাতে টাকার বান্ডিল
টাকার বান্ডিল হাতে তৃণমূল নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 08, 2025 | 7:07 PM
Share

পুরুলিয়া: মাথায় টুপি। গলায় মাফলার। হাতে টাকার বান্ডিল। তারপর আবার হিসাব কষছেন। বলতে শোনা যাচ্ছে, “ওদিকে দিয়েছে ৯০….।” পাশ থেকে অন্য একটি গলা। সেখানে আবার একজন বলছেন, “জয়েনিং হোক তারপর…।” তৃণমূল নেতার এই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা) এখন ঘুরছে সমাজ মাধ্যমে।

ভিডিয়োয় যে তৃণমূল নেতাকে দেখা যাচ্ছে তিনি পুরুলিয়ার মানবাজারের এক তৃণমূল নেতা কিশোর মাহাতো। চাকরি দেওয়ার নামে তাঁর বিরুদ্ধেই টাকা তোলার অভিযোগ। সংশ্লিষ্ট ভিডিয়োর কথোপকথনে স্পষ্ট বোঝা যাচ্ছে, ১ লাখ ৬০ হাজার টাকা হাতে ধরেছেন তৃণমূল নেতা। আগে দেওয়া ছিল ৯০ হাজার। মোট ২লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হল। জয়েনিং এর পর আরও দেওয়া হবে বলে জনৈক ব্যক্তি জানাচ্ছেন। এরপর আবার টাকা হাতে নিয়ে তৃণমূল নেতা জনৈক ব্যক্তিকে আবেদনের সুরে বলছেন, তাঁকে যেন কোনও বিপদে না ফেলা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পূর্বে মানবাজার এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন এই কিশোর মাহাতো। নির্বাচনের পূর্বে দল বিরোধী কার্যকলাপের জন্য তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। লোকসভা নির্বাচনের মুখে তাঁকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়। আর তারপরই গত কয়েকদিন আগে এই চাকুরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “তৃণমূলের এই দালাল প্রকৃতির নেতাদের যে আচার-আচরণ দেখা হয়েছে তাতে বোঝা যায় সব টাকা কালেকশন করে কালীঘাটে পাঠায়।” অপরদিকে, পুরুলিয়া তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথড়িয়া বলেন, “যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তার সত্যতা যাচাই করা দরকার। কেউ যদি ঘটনার সঙ্গে যুক্ত থাকে দল ব্যবস্থা নেবে।”