AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam Terror attack: স্বামী শহিদ, বাড়িতে মন্ত্রী আসায় স্ত্রী-র জন্য চাকরি চাইল মণীশের পরিবার

Pahalgam Terror attack: এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠে মণীশের পরিবারকে সমবেদনা জানাতে আসেন। পরিবারের পক্ষ থেকে ঘটনার কথা তুলে ধরা হয়। উগ্রপন্থীদের একেবারে শেষ করার দাবি জানানো হয়। নিহতের স্ত্রীকে সেন্ট্রাল স্কুলে চাকরি দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পরিবারের তরফে আবেদন জানানো হয়।

Pahalgam Terror attack: স্বামী শহিদ, বাড়িতে মন্ত্রী আসায় স্ত্রী-র জন্য চাকরি চাইল মণীশের পরিবার
মণীশরঞ্জন মিশ্রের বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 25, 2025 | 7:45 PM
Share

পুরুলিয়া: পহেলগাঁওয়ে নিহত আইবি অফিসার মণীশরঞ্জন মিশ্রর বাড়িতে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। গত সোমবার পর্যটকদের উপর জঙ্গি হামলায় পুরুলিয়ার ঝালদা শহরের বাসিন্দা মণীশের মৃত্যু হয়। গতকাল দেহ আসার পর শেষকৃত সম্পন্ন হয়। শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ মণীশের বাড়িতে আসেন। মৃতের স্ত্রী, বাবা, মা ও অন্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। পরিবারের তরফে বেশ কয়েকটি দাবি রাখা হয়েছে। সেই দাবি সরকারের কাছে জানাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

কর্মসূত্রে হায়দরাবাদে পরিবার নিয়ে থাকতেন মণীশরঞ্জন জৈন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। পহেলগাঁও থেকে পরিবার নিয়ে বৈষ্ণো দেবী মন্দিরে যাওয়ার কথা ছিল। পুরুলিয়া থেকে পরিবারের অন্যদের বৈষ্ণো দেবী মন্দিরে যাওয়ার কথা ছিল। তাঁরা রওনাও দিয়েছিলেন। তাঁদের গাড়ি ঝাড়খণ্ডে যখন পৌঁছয়, তখন মণীশের উপর হামলার খবর পান। স্ত্রী ও দুই সন্তানের সামনে গুলি করে মারা হয় মণীশকে।

এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠে মণীশের পরিবারকে সমবেদনা জানাতে আসেন। পরিবারের পক্ষ থেকে ঘটনার কথা তুলে ধরা হয়। উগ্রপন্থীদের একেবারে শেষ করার দাবি জানানো হয়। নিহতের স্ত্রীকে সেন্ট্রাল স্কুলে চাকরি দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পরিবারের তরফে আবেদন জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী সবরকম সাহায্যের আশ্বাস দেন। তিনি বলেন, “আমরা খুবই মর্মাহত। আমরা পরিবারের পাশে আছি।” এর বেশি কিছু বলেননি তিনি

পাশের রাজ্য ঝাড়খণ্ডের কৃষিমন্ত্রী নেহা তির্কি-সহ বেশ কয়েকজন বিধায়কও মণীশের বাড়িতে এসেছিলেন। পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়ে যান।