AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Santragachi Bridge: ৩৩ দিন পর খুলল সাঁতরাগাছি ব্রিজ, গাড়িচালক থেকে যাত্রীদের চকোলেট, মিষ্টি দিয়ে শুভেচ্ছা পুলিশের

সাঁতরাগাছি ব্রিজটি ২৫ ডিসেম্বর, বড়দিনের দিন খোলার কথা ছিল। কিন্তু তার তিনদিন আগেই খুলে দেওয়া হল। এদিন থেকেই সাঁতরাগাছি ব্রিজে যান চলাচল স্বাভাবিক হল বলে জানান হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী।

Santragachi Bridge: ৩৩ দিন পর খুলল সাঁতরাগাছি ব্রিজ, গাড়িচালক থেকে যাত্রীদের চকোলেট, মিষ্টি দিয়ে শুভেচ্ছা পুলিশের
সাঁতরাগাছি ব্রিজে যাত্রীদের মিষ্টি ও চকোলেট দিয়ে শুভেচ্ছা পুলিশের।
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 8:26 PM
Share

হাওড়া: সাঁতরাগাছি ব্রিজ সংস্কারের জন্য একমাসের বেশি সময় ধরে ভোগান্তি শিকার হয়েছেন যাত্রীরা। তাই ৩৩ দিন পর শুক্রবার সাঁতরাগাছি ব্রিজ খুলতেই যাত্রীদের চকোলেট দিয়ে, মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানাল হাওড়া সিটি পুলিশ। পথচলতি লোকজন থেকে শুরু করে বাসযাত্রীদেরও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান হাওড়া সিটি পুলিশের আধিকারিকেরা। এতদিন ধরে যান-যন্ত্রণা সহ্য করেও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্যই যাত্রীদের চকোলেট ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানাল হাওড়া সিটি পুলিশ।

এদিন ভোর ৫টা নাগাদ খুলে দেওয়া সাঁতরাগাছি রেলওভার ব্রিজ। তারপর সকাল সাড়ে ১০টা নাগাদ ব্রিজ পরিদর্শনে আসেন হাওড়ার নগরপাল প্রবীণ ত্রিপাঠী সহ ট্রাফিক পুলিশের আধিকারিকরা। তাঁরাই পথচলতি মানুষজন থেকে মোটরবাইক, ছোট চারচাকা গাড়ি, এমনকি বাস পর্যন্ত থামিয়ে যাত্রী ও চালকদের চকোলেট ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান। ৩৩ দিন ধরে সাঁতরাগাছি ব্রিজ বন্ধ থাকার পরেও যাত্রীরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। তিনি বলেন, “এই একমাস সাঁতরাগাছি ব্রিজে যান চলাচলে বেশ কিছুটা ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা। স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশ দিন-রাত অক্লান্তভাবে পরিষেবা দিয়ে এসেছে। বিভিন্ন গাড়ির চালক এবং যাত্রীরাও পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছেন। সকলের সম্মিলিত প্রয়াসে দ্রুত ব্রিজ মেরামতির সম্ভব হল। তাই যান চলাচলের উপর নিয়ন্ত্রণ উঠে যাওয়ায় আজ যাত্রীদের শুভেচ্ছা জানানো হল।”

সাঁতরাগাছি ব্রিজটি ২৫ ডিসেম্বর, বড়দিনের দিন খোলার কথা ছিল। কিন্তু তার তিনদিন আগেই খুলে দেওয়া হল। এদিন থেকেই সাঁতরাগাছি ব্রিজে যান চলাচল স্বাভাবিক হল জানিয়ে পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী বলেন, “সামনেই বড়দিন ও নিউ ইয়ার। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এই উৎসবের মরশুমে মানুষ যাতে কোনও দুর্ভোগে না পড়েন। সেজন্য পূর্ত দফতর নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ করে। আজ থেকে ফের যান চলাচল আগের মতো একেবারেই স্বাভাবিক হল।”

বড়দিন ও নতুন বছরের আগেই সাঁতরাগাছি ব্রিজ খুলে যাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা। তাঁদের কথায়, “এতদিনে দুর্ভোগের অবসান ঘটল।” সাঁতরাগাছি ব্রিজ খোলার পর হাওড়া সিটি পুলিশ যেভাবে শুভেচ্ছা জানাল, তাতে আপ্লুত গাড়িচালক থেকে যাত্রী সাধারণ।