Mamata in Gangasagar Update: ৫ লক্ষের বিমা, মাঠে ২ হাজারের বেশি বাস, শতাধিক অ্যাম্বুলেন্স, ১৫৩ কোটির প্রকল্পের উদ্বোধনে গঙ্গাসাগরে মমতা

Deeksha Bhuiyan | Edited By: জয়দীপ দাস

Jan 07, 2025 | 3:14 PM

Mamata in Gangasagar Update: মেলার জন্য মুড়িগঙ্গায় ড্রেজিং, বাড়ানো হচ্ছে গভীরতা। পুণ্যার্থীদের জন্য থাকছে পরিবেশবান্ধব ব্যাগ। বার্জ, ভেসেল, লঞ্চে থাকছে জিপিএস ট্র্যাকিং। মেলার জন্য কাকদ্বীপে স্থায়ী জেটির সুবিধা। গঙ্গাসাগর থেকে জানালেন মমতা।

Mamata in Gangasagar Update: ৫ লক্ষের বিমা, মাঠে ২ হাজারের বেশি বাস, শতাধিক অ্যাম্বুলেন্স, ১৫৩ কোটির প্রকল্পের উদ্বোধনে গঙ্গাসাগরে মমতা
গঙ্গাসাগরে মমতা
Image Credit source: TV 9 Bangla

Follow Us

গঙ্গাসাগর: ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। তার আগেই জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অঙ্কটা প্রায় ১৫৩ কোটি টাকা। যাঁরা দ্বারা ১৯ লক্ষ মানুষ উপকৃত হবে বলে প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে। মেলা নিয়ে আর কী কী বললেন মমতা… 

  1. দক্ষিণ ২৪ পরগনায় নতুন ৩টি সেতু তৈরির ঘোষণা। পাশাপাশি পাথরপ্রতিমায় ৪টি ভেসেল পরিষেবা চালু হচ্ছে। এদিন সে কথাও ঘোষণা করেন মমতা।
  2. মেলার জন্য মুড়িগঙ্গায় ড্রেজিং, বাড়ানো হচ্ছে গভীরতা। পুণ্যার্থীদের জন্য থাকছে পরিবেশবান্ধব ব্যাগ। বার্জ, ভেসেল, লঞ্চে থাকছে জিপিএস ট্র্যাকিং।
  3. এবারের গঙ্গাসাগর মেলা যে প্লাস্টিক ফ্রি করাই লক্ষ্য, জানিয়ে দিলেন মমতা। সঙ্গে এও বললেন, মেলা নিয়ে যাতে কোনও নেগেটিভ ন্য়ারেটিভ না তৈরি হয় তার জন্য আমাদের সকলকে নজর রাখতে হবে।
  4. দ্বারকা, পিয়ালি নদীর ওপর ৩টি সেতু তৈরি হবে। খরচ হবে ৪০ কোটি টাকা। 
  5. এই খবরটিও পড়ুন

  6. গঙ্গাসাগর মেলায় যাঁরা কাজ করছেন, পঞ্চায়েতের অনেক কর্মী, বিদ্যুৎ, পিডাব্লুডির কর্মী, সাংবাদিকদের যদি কোনও অ্যাক্সিডেন্ট হয় তাহলে বিমা করা থাকছে ৫ লক্ষের। 
  7. মেলার আবহে অনুপ্রবেশ নিয়েও শঙ্কিত মমতা। এদিন ফের তাঁর গলায় শোনা গেল আশঙ্কার সুর। বললেন, “নেভি, কোস্টাল গার্ডকে বলেছি ওপাশ থেকে যেন কেউ না আসতে পারে। জল, স্থল , আকাশ সর্বত্রই নজরদারি রাখতে হবে।”
Next Article