Voter List: জেল খাটা বাংলাদেশিকে ছাড়াতে গিয়েছিলেন TMC নেতা? ছবি ভাইরাল হতেই বললেন, ‘আমি এইসব গায়ে মাখি না’
Bangladeshi in Indian voter list: তবে যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি দেবাশিস দাস বলেন, "আমার নামে অভিযোগ করে থাকলে তার বিরুদ্ধে বলার প্রয়োজন মনে করি না। আর কাকদ্বীপ বিধানসভায় ২০০ থেকে ৩০০ সদস্য রয়েছেন, কোথাকার কোন সদস্য আমার বিরুদ্ধে মুখ খুলল তা নিয়ে কিছু বলার থাকে না।

২০২১ সালের অক্টোবরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেফতার হয়েছিলেন নিউটন। তাঁর কাছে বাংলাদেশের পাসপোর্ট ছিল। তবে তাঁর কাছ থেকে মেলে এদেশের ভোটারকার্ড, প্যানকার্ড ও আধারকার্ড। বাংলাদেশি নাগরিকের কাছে কী করে ভারতীয় আধারকার্ড,প্যানকার্ড,ভোটারকার্ড এল তা নিয়ে সন্দেহ হতেই পুলিশ নিউটনকে গ্রেফতার করে।
এরপর প্রায় তিন মাস জেলে থাকার পর ছাড়া পায় নিউটন। বিপ্লববাবুর অভিযোগ এইসময় নিউটনকে জামিন করানোর জন্য টিএমসিপি নেতা দেবাশিস দাস একাধিকবার বনগাঁ গিয়েছিলেন। পরবর্তীকালে জামিন হওয়ার পর নিউটন আবারও কাকদ্বীপে চলে আসেন। দেবাশিস দাস, নিউটন ও এক পার্টনার নিয়ে শুরু করেন রেস্তোরাঁর ব্যবসা। পরে ব্যবসা বন্ধের সময় ব্যবসার অংশীদার হরিপদ দাসের থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় নিউটন বলে অভিযোগ। এ প্রসঙ্গে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপ্লব দাস বলেন, “এক সময় দেবাশিস দাস মিটিংয়ে ডাকলে আমরা যেতাম। সেই সময়ই দেখেছি নিউটন দাস ওর সঙ্গে ছিলেন। ওর সঙ্গে আসতে। মিটিং-মিছিল করতেন। দেবাশিসের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল বলেই মনে হচ্ছে। নিউটনের সঙ্গে আমার পরিচয় হয় ২০২১ সালে। এরপর ২০২২ সালে গ্রেফতার হয়। ৯০ দিন জেল খাটে। সেই সময় দেবাশিস গিয়েছিল তাঁকে ছাড়াতে।”
তবে যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি দেবাশিস দাস বলেন, “আমার নামে অভিযোগ করে থাকলে তার বিরুদ্ধে বলার প্রয়োজন মনে করি না। আর কাকদ্বীপ বিধানসভায় ২০০ থেকে ৩০০ সদস্য রয়েছেন, কোথাকার কোন সদস্য আমার বিরুদ্ধে মুখ খুলল তা নিয়ে কিছু বলার থাকে না। আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে থানায় কেস করুক। আর যদি ছবি থাকে এগুলো নিয়ে অনেকে অনেক কিছু বলবে আমি গায়ে মাখি না।”

