Bhangar: বাড়ির পাশেই পড়ে বোমা! ভোটের মুখে আতঙ্কে পিছু ছাড়ছে না ভাঙড়বাসীর
Bomb Recovery: শুক্রবার দুপুরে চালতাবেড়িয়া এলাকায় একেবারে লোকালয়ের মধ্যে একটি বোমা পড়ে থাকতে দেখা যায়। রাস্তার ধারে একটি বাড়ির পাশেই পড়ে ছিল সুতলি মোড়ানো বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বোমাটি উদ্ধার করে।
ভাঙড়: রাত পোহালেই ভোট। তার আগে দফায় দফায় তপ্ত ভাঙড়। গতরাতে বোমা ফেটে জখম হয়েছে এক শিশু-সহ সাতজন। দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ। তারপর শুক্রবার বিকেলে ফের বোমা উদ্ধার ভাঙড়ে। বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বেশ শোরগোল পড়ে গিয়েছে ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকায়। আজ দুপুরে চালতাবেড়িয়া এলাকায় একেবারে লোকালয়ের মধ্যে একটি বোমা পড়ে থাকতে দেখা যায়। রাস্তার ধারে একটি বাড়ির পাশেই পড়ে ছিল সুতলি মোড়ানো বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বোমাটি উদ্ধার করে।
পঞ্চায়েত ভোটের সময়েও দফায় দফায় তপ্ত হয়েছিল ভাঙড়। অশান্তি-গোলমালের বিস্তর অভিযোগ উঠে এসেছিল। এবার লোকসভা নির্বাচনেও কি ভাঙড়ে সেই অশনিসংকেত? আগামিকালই ভোট রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে। যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে ভাঙড় বিধানসভা। গতরাতে ভাঙড়ের বানিয়াড়া এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছিল। ঘটনায় এক শিশু-সহ সাত জন আহত হওয়ার খবর মিলেছে। গতরাতের অশান্তির ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতরাতের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা উদ্ধার ঘিরে আতঙ্কের বাতাবরণ ভাঙড়ে। এবার ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকায়। কে বা কারা সেখানে বোমা ফেলে রেখে দিয়েছিল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি তদন্ত করে দেখতে শুরু করেছে পুলিশ।