Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Canning News: পারিবারিক বিবাদে ক্যানিংয়ে খণ্ডযুদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ৫

Canning News: জানা যাচ্ছে, বুধোখালি গ্রামের মোল্লা পরিবারের মধ্যে বুধবার জমির সীমানায় আল দেওয়া নিয়ে বচসা হয় দুই পরিবারের মধ্যে। তখনকার মতো সমস্যা মিটেও যায়।

Canning News: পারিবারিক বিবাদে ক্যানিংয়ে খণ্ডযুদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ৫
ক্যানিংয়ে পারিবারিক বিবাদে আহত ৫ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2022 | 8:35 AM

দক্ষিণ ২৪ পরগনা: পারিবারিক বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ। গুরুতর জখম হলেন ৫ মহিলা সহ মোট ৭ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বুধোখালি গ্রামে। গুরুতর জখম হয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। তাঁদের নাম আব্দুল আলিম মোল্লা,সালেহার মোল্লা, রোসনারা মোল্লা,মদিনা গাজি,রুবাইদা মোল্লা, মোনজাত মোল্লা,রইমা মোল্লা। আহতদের মধ্যে আব্দুল আলিম, সালেহার, রুবাইদা ও মোনজাত মোল্লাদের অবস্থা আশাঙ্কাজনক।

জানা যাচ্ছে, বুধোখালি গ্রামের মোল্লা পরিবারের মধ্যে বুধবার জমির সীমানায় আল দেওয়া নিয়ে বচসা হয় দুই পরিবারের মধ্যে। তখনকার মতো সমস্যা মিটেও যায়। জখম আব্দুল আলিম মোল্লার অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় মোনতাজ মোল্লা,মহিনউদ্দিন মোল্লা,গোলামবারি মোল্লা,মহম্মদ মোল্লা,রফিক মোল্লা’রা লাঠি,বন্দুক,বোমা-সহ ও তাদের দলবল নিয়ে বাড়িতে চড়াও হয়। বন্দুকের বাঁট, লোহার রড এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

অন্যদিকে অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা অভিযোগ তুলেছেন জখম মোনতাজ মোল্লা। তাঁর দাবি, “আব্দুল আলিম মোল্লারা আমাদের জমি দখল করতে এলে আমরা বাধা দিই। পরে ওরা দলবদ্ধ হয়ে আমাদের মারধর করে।” ঘটনার বিষয়ে একে অপরের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের দু’জন মোরসেলিম গাজি ও মোনতাজ মোল্লাকে আটক করে ঘটনার জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় রয়েছে চরম উত্তেজনা। অন্যদিকে আব্দুল আলিম মোল্লার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: স্কুল থেকে বাকিদের সঙ্গেই বেরিয়েছিল, দুই কিশোরীকে এক সঙ্গে ওই অবস্থায় দেখে তাজ্জব স্যাররাও!

আরও পড়ুন: ‘সব দিয়েও আটকাতে পারলাম না, বাচ্চাগুলোর কথাও ভাবল না’, মাথায় দগদগে ঘা নিয়েই একটানা বলে চলল মেয়েটা