Canning Snake Update: ছোবল মেরেছে সাপ, সেই চন্দ্রবোড়াকে হাতে করে ঝুলিয়ে নিয়ে হাসপাতালে হাজির মহিলা
Canning: বারুইপুর থানার অন্তর্গত রাঙাবেলেঘাটা গ্রামের বাসিন্দা কৃষ্ণা নস্কর। বুধবার সন্ধেয় নিজের পেয়ারা বাগানে কাজ করছিলেন তিনি। সেই সময় তাঁর ডান হাতে একটি চন্দ্রবোড়া সাপ ছোবল মারে। কোনও রকমে সাপটি ধরে ফেলেন ওই মহিলা।

ক্যানিং: কামড় দিয়েছিল সাপ। সেই সাপকে জীবন্ত অবস্থায় ধরে চিকিৎসার জন্য হাসপাতালে হাজির হলেন এক মহিসা। তাঁর এমন কাণ্ডে হইচই পড়ে গেল নার্সিংহোমে। শুধু তাই নয়, সাপ দেখতে হাসপাতালে কার্যত উপচে পড়ে ভিড়। বর্তমানে ওই গৃহবধূ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বারুইপুর থানার অন্তর্গত রাঙাবেলেঘাটা গ্রামের বাসিন্দা কৃষ্ণা নস্কর। বুধবার সন্ধেয় নিজের পেয়ারা বাগানে কাজ করছিলেন তিনি। সেই সময় তাঁর ডান হাতে একটি চন্দ্রবোড়া সাপ ছোবল মারে। কোনও রকমে সাপটি ধরে ফেলেন ওই মহিলা। পরিবারের লোকজনদের ঘটনার কথা জানান তিনি। চিকিৎসার জন্য তড়িঘড়ি বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সেখানে ওই গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন।
এ দিকে, জীবন্ত সাপ নিয়ে ওই গৃহবধূ ক্যানিং মহকুমা হাসপাতালে এলে হইচই পড়ে যায়। সাপ দেখার জন্য। কৃষ্ণার দেওর বিভাস নস্কর বলেন, “সাপ কামড় দেওয়ার সঙ্গে-সঙ্গে সাপ ধরে নিয়ে হাসপাতালে আসা হয়েছে চিকিৎসার জন্য।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ইদানিং বারুইপুর এবং সোনারপুর এলাকায় চন্দ্রবোড়া সাপ প্রচুর হারে বেড়ে গিয়েছে।
আরও একটি ঘটনা ঘটেছে সোনারপুর উত্তর বিধানসভার নরেন্দ্রপুুর থানার অন্তর্গত রাধানগর এলাকায়। সেখানকার বাসিন্দা রামপ্রসাদ মণ্ডল বলেন, আমি মাঠে গরু চড়াতে গিয়েছিলাম। সেই সময় আমার পায়ে একটি চন্দ্রবোড়া সাপ কামড় দেয়। আমি চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হই।” হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সাপের কামড়ে আক্রান্ত দু’জনেই সুস্থ রয়েছেন। ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, চন্দ্রবোড়া সাপের কামড়ে দু’জন ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে।পর্যাপ্ত পরিমাণ এভিএস দেওয়া হয়েছে তাঁদের।

