AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Champahati: চম্পাহাটিতে বিস্ফোরণের জের, তৈরি হচ্ছে ক্লাস্টার

Champahati: জনবহুল এলাকায় সেই দুর্ঘটনা এড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে হাড়াল বাজি বাজার থেকে দেড় কিলোমিটার দূরে বেগমপুর মৌজায় আতশবাজির ক্লাস্টার তৈরির জন্য চম্পাহাটি -হাড়াল আতশবাজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সেই ক্লাস্টার তৈরির জন্য রাজ্য সরকারকে ২৫ বিঘা জমি দেওয়া হয়েছে।

Champahati: চম্পাহাটিতে বিস্ফোরণের জের, তৈরি হচ্ছে ক্লাস্টার
চম্পাহাটির বিস্ফোরণস্থলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 29, 2024 | 4:08 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: চম্পাহাটির হাড়ালে বাজি শিল্পকে ঘিরে দুর্ঘটনাকে মাথায় রেখেই তৈরি হতে চলেছে ক্লাস্টার ও দমকল কেন্দ্র।  বারুইপুর থানার অধীন চম্পাহাটি ও বেগমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘ বছর ধরে বাড়িতে কুটির শিল্পের মতনই তৈরি করা হয় বাজি। আর এই বাজি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন হাজার হাজার মানুষ। প্রতিবছরই অসাবধানতায় বাড়িতে মজুত রাখা বাজি কিংবা বাজির মশলা থেকে বিস্ফোরণ ঘটে। আর সেই দুর্ঘটনার ফলেই প্রাণহানির ঘটনাও ঘটে। বাজি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক কিংবা বাড়ির লোকেদের অকালে হারাতে হয় সেই দুর্ঘটনায়।

জনবহুল এলাকায় সেই দুর্ঘটনা এড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে হাড়াল বাজি বাজার থেকে দেড় কিলোমিটার দূরে বেগমপুর মৌজায় আতশবাজির ক্লাস্টার তৈরির জন্য চম্পাহাটি -হাড়াল আতশবাজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সেই ক্লাস্টার তৈরির জন্য রাজ্য সরকারকে ২৫ বিঘা জমি দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও চার বিঘা জমি দেওয়া হয়েছে তৈরি হওয়া বাজি রাখার স্টোর রুমের জন্য।

এছাড়া রাস্তার একেবারে পাশের ২৮ কাঠা জমিকেও রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। দমকল কেন্দ্র করার জন্য যাতে কোনওভাবে দুর্ঘটনা ঘটলে ১০ কিলোমিটার দূরের বারুইপুর দমকল কেন্দ্রের উপর ভরসা করতে হবে না আতশবাজি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের।ব্যবসায়ীদের আশা ক্লাস্টার এবং দমকল কেন্দ্রটি দ্রুত তৈরি হলে বাড়িতে বাড়িতে বাজি তৈরি বন্ধ হবে। সেই সঙ্গে এড়ানো যাবে বড়সড় দুর্ঘটনা।দমকল কেন্দ্রের পাশে তৈরি করা হবে বাজির কেমিক্যাল টেস্ট করার ল্যাব।

প্রসঙ্গত, শনিবার চম্পাহাটিতে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙে পড়ে। সেই সঙ্গে আগুনে পুড়ে ছারখার হয়ে যায় বাড়িটি। বাড়ির মধ্যে থাকা গৃহকর্তা পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।