Mamata Banerjee on SIR: SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করবেন ‘আইনজীবী’ মমতা? কী বললেন?
Mamata Banerjee:আজ গঙ্গাসাগরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সেই সময়ই এসআইআর নিয়ে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "আমরা আইনের সাহায্য নিচ্ছি। আগামিকাল কোর্ট খুলবে। আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্য, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে... প্রয়োজন পড়লে আমি নিজেও অনুমতি চাইব।"

কলকাতা: SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল। এই ঘোষণা আগেই করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। আজ অর্থাৎ সোমবার একই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, এসআইআর ইস্যুতে যেভাবে বাংলায় মৃত্যু হচ্ছে, সাধারণ মানুষের হেনস্থা হচ্ছে তারই প্রতিবাদে সুপ্রিম দুয়ারে যাচ্ছেন তৃণমূল। শুধু তাই নয়, দরকারে মুখ্যমন্ত্রী দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবেন সে কথাও বলেছেন।
আজ গঙ্গাসাগরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সেই সময়ই এসআইআর নিয়ে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা আইনের সাহায্য নিচ্ছি। আগামিকাল কোর্ট খুলবে। আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্য, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে… প্রয়োজন পড়লে আমি নিজেও অনুমতি চাইব।” তিনি আরও বলেন, প্রয়োজনে তিনি নিজে সুপ্রিম দুয়ারে যাবেন। এমনকী মুখ্যমন্ত্রী আজ স্মরণ করিয়ে দেন তিনি নিজে আইন নিয়ে পড়াশোনা করেছেন। বলেন, “দরকার হলে সুপ্রিম কোর্টে মানুষের হয়ে প্লিড করব। আমি মানুষের হয়ে কথা বলব। লইয়ার আছি। তবে আমি not as লইয়ার যাব। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার কথা বলতে পারি। কথা বলার অনুমতি নেব আর চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করব তৃণমূলস্তরে কী চলছে। যতই চেষ্টা করো বিজেপি, মিলবে না কো জিলিপি।”
উল্লেখ্য, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে। সেখানে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেছেন। তবে রাজ্যে দেখা যাচ্ছে, খসড়া তালিকায় নাম না ওঠায় একের পর এক মৃত্যু ঘটছে। সব ক্ষেত্রেই মৃতের পরিবার এসআইআরকেই দায়ী করছে। এমতাবস্তায় মমতার এই সিদ্ধান্ত নিতান্তই তাৎপর্যপূর্ণ।
