Diamond Harbour: ডায়মন্ড হারবারে রেললাইন থেকে উদ্ধার যুগলের ক্ষতবিক্ষত দেহ, খুন নাকি আত্মহত্যা?
Diamond Harbour: এখানে পরিবারের কী ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার জিআরপি। কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। এদিনই ময়নাতদন্ত হতে চলেছে বলে জানা যাচ্ছে।
ডায়মন্ড হারবার: রেললাইনের ধার থেকে উদ্ধার যুগলের ক্ষতবিক্ষত দেহ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা। চাঞ্চল্যকর ঘটনা ডায়মন্ড হারবার লাইনে। ডায়মন্ড হারবার লাইনের নেতড়া রেলব্রিজের কাছে বৃহস্পতিবার রাতে দেহ দু’টি উদ্ধার করে জিআরপি। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সাবির মোল্লা (২৬) ও মরিয়ম খাতুন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
পুলিশ এও জানাচ্ছেন দু’জনেরই বাড়ি উস্তি থানার দেউলার নাজরা এলাকায়। বেশ কিছুদিন আগে থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, সম্পর্কে টানাপোড়েনের কারণেই আত্মহত্যা করেছেন দু’জনে। এখানে পরিবারের কী ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখছে ডায়মন্ড হারবার জিআরপি।
এই খবরটিও পড়ুন
কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। এদিনই ময়নাতদন্ত হতে চলেছে বলে জানা যাচ্ছে। যুগলের দেহ ইতিমধ্যেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।