দক্ষিণ ২৪ পরগনা: পার্সেল ডেলেভারি করতে এসেছিলেন। গ্রাহকের সঙ্গে নির্দিষ্ট জায়গায় দেখাও করেন। প্রথম পার্সেলটির টাকা অনলাইনে দিয়েছিলেন গ্রাহক। তাঁকেই আবার দ্বিতীয় পার্সেল দেওয়ার কথা ছিল। সেই সময়েও অনলাইনে টাকা দিয়েছিলেন ওই গ্রাহক। কিন্তু যান্ত্রিক গোলোযোগের কারণে সেই টাকা পাননি ‘ডেলিভারি বয়’। কিন্তু গ্রাহকের দাবি টাকা দিয়ে দিয়েছেন তিনি। আর তা নিয়েই বচসা। ইট দিয়ে মাথায় মেরে পার্সেল নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কুলপির দোলনঘাটা এলাকায়। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম নয়ন আদক। তিনি দোলনঘাটা এলাকারই বাসিন্দা। কুরিয়ার ‘ডেলিভারি বয়’ হিসাবে কাজ করেন তিনি। বুধবার ওই এলাকারই বাসিন্দা আত্রিক সরকারের কাছে দুটি সামগ্রী ডেলিভারি করতে গিয়েছিলেন নয়ন। দোলনঘাটা স্কুলের সামনে জিনিসগুলি দিতে গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর ফোন করে আত্রিককে ডেকে নেন নয়ন। প্রথম সামগ্রীর দাম দিয়ে দেন আত্রিক। পরেরটির ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করেন। কিন্তু টাকা না ঢোকায় জিনিস দিতে চাননি নয়ন।
নয়ন সেক্ষেত্রে আত্রিককে বারবার বোঝানোর চেষ্টাও করেন। নিজের মোবাইল অ্যাপ দেখিয়ে দেখান, যে তাঁর অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। অভিযোগ, সে কথা মানতে রাজি হয়নি আত্রিক। তা নিয়েই দুজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, আচমকাই তাঁর ওপর চড়াও হন আত্রিক। তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
নয়ন জানাচ্ছেন, ঝামেলার সময় স্থানীয়রা এলাকায় জড়ো হয়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে কেউ ঝামেলা মেটানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু তার মধ্যেই আত্রিক চড়াও হন। ঘটনার পর রক্তাক্ত অবস্থাতেই মাটিতে বসে পড়েন নয়ন। আত্রিক তখন দুটি পার্সেল নিয়েই পালিয়ে যান। এরপর স্থানীয় বাসিন্দারা নয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর নয়নের পরিবার ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আত্রিক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
নয়ন বলেন, “আমার যেটা কাজ, সেটাই করছিলাম। টাকা না পেলে পার্সেল দিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এতে আমাদের জবাবদিহি করতে হত। এটাই বারবার বোঝানোর চেষ্টা করছিলাম। ওঁ মেরে দিলেন। ”
আরও পড়ুন: Weather Update: আজই সেই দিন, বেলা বাড়তেই বদলাতে শুরু করবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, রইল সতর্কবার্তা