AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Accident: হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হল না! বাইক দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের

Accidental Death: অসুস্থ বাবার চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মারা গেলেন বাবা- ছেলে দুজনেই।

Accident: হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হল না! বাইক দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের
পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ছেলের। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Dec 19, 2021 | 9:58 PM
Share

ভাঙড়: বাবার চিকিৎসার জন্য মোটর বাইকে করে তাঁকে নিয়ে বেরিয়ছিলেন ছেলে। ডাক্তার দেখিয়ে আর বাড়ি ফেরা হল না! পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল বাবা ও ছেলের। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের। অসুস্থ বাবার চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মারা গেলেন বাবা- ছেলে দুজনেই। রবিবার সকাল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনাটি হয় বাসন্তী রাজ্য সড়কের কাঁটাতলা এলাকায়। পথ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দু’জনকে উদ্ধার করে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠায়। তবে চিকিৎসকরা বাবা-ছেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম লায়েব আলি হাতি (৬১) ও মোমিন আলি হাতি (৪০)। সম্পর্কে তাঁরা বাবা ও ছেলে। তাঁদের বাড়ি ভাঙড় থানার চাঁদপুর খড়গাছি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লায়েব আলি হাতি দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। তাঁর ছেলে মোমিন আলি হাতি মাঝে মধ্যেই ডায়ালিসিস করার জন্য বাবাকে নিয়ে বেলেঘাটা আইডি হাসাপাতালে যেতেন। শনিবার বিকালেও তিনি মোটর বাইকে করে বাবাকে নিয়ে বেলেঘাটা যান। রাতে ডায়ালিসিস চলার পর রবিবার সকালে বাবাকে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন ছেলে।

পুলিশের অনুমান, সকাল পাঁচটা নাগাদ লেদার কমপ্লেক্স থানার অদূরে কাঁটাতলা আসার সময় কোনও বেপরোয়া গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের। দু’জনেই ছিটকে পড়েন রাস্তার পাশে। হেলমেট থাকা সত্ত্বেও ধাক্কার অভিঘাত এত বেশি ছিল যে মাথায় আঘাত লাগে তাঁদের। বাইকের সামনের অংশ-ও ভেঙে চূর্ণ বিচুর্ণ হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলে কোনও সিসিটিভি বা প্রত্যক্ষদর্শী না থাকায় কী ভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে ধন্দে পুলিশ। আশেপাশে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বাবা-ছেলের অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরও পড়ুন: Kolkata Municipal Corporation Election 2021: ‘অভিষেকবাবু, চোখের চিকিৎসা করাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন’

আরও পড়ুন: Patient death: সুপার স্পেশালিটিতে বিনা চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় মানবিকতা 

আরও পড়ুন: Crime: সম্পত্তি নিয়ে বিবাদ, বৃদ্ধা পিসিকে গাড়ির চাকায় পিষে মারল ভাইপো!