Gosaba: আনন্দ বদলে গেল কান্নায়! চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু তরুণীর
Gosaba: জানা গিয়েছে, পাঁচ দিনের এই মেলায় সোমবার উপস্থিত হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর অভিনেত্রীকে দেখতে প্রচুর মানুষের ভিড় জমেছিলেন সেখানে। সেই মতোই মেলায় গিয়ছিল সায়ন্তনী মণ্ডল, মানসী মণ্ডল ও টুম্পা মণ্ডলরা।

গোসাবা: আনন্দ-উত্তেজনা মুহূর্তে বদলে গেল শোকে। নাগরদোলা থেকে পড়ে ছিটকে পড়ে মৃত্যু তরুণীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গোসাবা ব্লকের কুমিরমারী গ্রাম পঞ্চায়েতে। সেখানে ৫ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছিল। সেখানেই এমন ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, পাঁচ দিনের এই মেলায় সোমবার উপস্থিত হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর অভিনেত্রীকে দেখতে প্রচুর মানুষের ভিড় জমেছিলেন সেখানে। সেই মতোই মেলায় গিয়ছিল সায়ন্তনী মণ্ডল, মানসী মণ্ডল ও টুম্পা মণ্ডলরা। সেই সময় আচমকা নাগারদোলা থেকে ছিটকে পড়ে যায় তাঁরা। গুরুতর চোট পান সায়ন্তনী মণ্ডল। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসাপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
উল্লেখ্য, এর আগেও ঘটেছিল এমন ঘটনা। মৌলালীর রামলীলা ময়দানে গিয়েছিলেন এক তরুণী। শখ করে উঠেছিলেন নাগরদোলায়। আচমকা চলন্ত সেই নাগরদোলা থেকে ছিটকে পড়েন তিনি। উদ্ধার করে ন্যাশানাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। আবারও সেই এক ঘটনা ঘটল গোসাবায়।





